পশ্চিম মেদিনীপুর, সেখ ওয়ারেশ আলী: রেফারি নিগ্রহের ঘটনার প্রতিবাদে মেদিনীপুরে ফুটবল টুর্নামেন্ট বয়কট করে ধিক্কার মিছিল রেফারিদের। গত ১৫ আগস্ট মেদিনীপুর শহরের চার্চ স্কুল ময়দানে একটি ক্লাবের পরিচালনায় দিবারাত্র ফুটবল টুর্নামেন্টের খেলা চলাকালীন লক্ষন মান্ডি নামে এক রেফারিকে লাথি মারার ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। ঘটনার নিন্দা জানিয়েছিল সমগ্র ক্রীড়ামহল। সেই ঘটনার প্রতিবাদে এবং রেফারিদের সম্মান রক্ষার্থে সোমবার প্রতিবাদে সামিল হলো পশ্চিম মেদিনীপুর রেফারি এ্যাসোসিয়েশন। প্রতিবাদ স্বরূপ এদিন মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত ফুটবল টুর্নামেন্টের খেলা বয়কট করেন রেফারি সমাজ। তার পাশাপাশি সেদিনের ঘটনার ধিক্কার জানিয়ে কালো ব্যাজ ধারণ করে ধিক্কার মিছিল করল রেফারি এ্যাসোসিয়েশন। মেদিনীপুর অরবিন্দ স্ট্যাডিয়াম থেকে এই ধিক্কার মিছিলে সামিল হয় শতাধিক রেফারি। মিছিলটি মেদিনীপুর শহর পরিক্রমা করে। অন্যদিকে রেফারিদের প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থা
