Skip to content

আরজি কর কান্ডের প্রতিবাদ করার জেরে এক ধাক্কায় ৪৩ জন ডক্টরকে ট্রান্সফার করেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর!

নিজস্ব প্রতিবেদন :আরজি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার খুনের ঘটনায় সারা দেশ জুড়ে বিভিন্ন হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকরা। এবার আর জি কর কলেজ ও হাসপাতাল প্রতিবাদ করার জেরে এক ধাক্কায় ৪৩ জন ডক্টরকে ট্রান্সফার করেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর। আর রাজ্য সরকারের এই পদক্ষেপের বিরোধিতা করেছে ইউনাইটেড ডক্টর ফোরাম অ্যাসোসিয়েশন। গতকাল আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপকে সিবিআই রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে সিজিও কমপ্লেক্সে টানা জেরা করছে।অভিযোগ উঠছে, যে সমস্ত চিকিৎসকরা প্রতিবাদ করছিলেন, তাদের মধ্য থেকে ৪৩ জনকে এক নির্দেশিকা জারি করে বদলি করে দেওয়া হয়েছে। যা নিয়ে চিকিৎসকদের সংগঠন ইতিমধ্যেই সরকারের নিন্দায় সরব হয়েছেন। প্রশ্ন উঠছে, তাহলে কি সরকার চাইছেন আরজি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলন স্তব্ধ করে দিতে? প্রতিবাদীদের মুখ বন্ধ করতে? সমাজের বিভিন্ন স্তরের মানুষ সরকারের এই ধরনের সিদ্ধান্ত মোটেও ভালো চোখে দেখছেন না বলেই জানা যাচ্ছে।

বিরোধিতা করেছে ইউনাইটেড ডক্টর ফোরাম অ্যাসোসিয়েশন

Latest