Skip to content

হবে 'স্থায়ী স্টল',সরল মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট চত্বরের সামনে বসা হকার অনশন মঞ্চ।

পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন: মেদিনীপুর পুরসভা থেকে জানানো হল দূর্গাপূজার পর শিক্ষা ভবনের গলিতে করে দেওয়া হবে স্থায়ী স্টল। এই আশ্বাস পেয়েই সরল মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট চত্বরের সামনে বসা হকার অনশন মঞ্চ। উপস্থিত ছিলেন মেদিনীপুর পুরসভার চেয়ার ম্যান সৌমেন খান থেকে শুরু করে কাউন্সিলার সৌরভ বসু , সুসময় মুখার্জী , বিশ্বনাথ পান্ডব প্রমুখ। চেয়ারম্যান সৌমেন খান বলেন 'আমরা সমস্ত কাউন্সিলররা ও মহকুমা শাসক মিটিং করেছিলাম এই সমস্যা সমাধানের জন্য। সিদ্ধান্ত হয় নতুন স্টল করে দেওয়া হবে। সেখানে জল, আলো, রাস্তা এবং নিরাপত্তার ব্যবস্থা করে দেওয়া হবে। সমস্ত খাবার দোকান এক জায়গায় থাকবে'। অন্যদিকে হকাররা জানিয়েছেন ,আমরা চেয়ে ছিলাম হয় পাকাপোক্ত স্টল করে দেওয়া হোক। নয়তো পুরানো জায়গা ব্যবসা করতে দোয়া হোক পুরসভা আমাদের নতুন স্টল করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। উল্লেখ্য, গত কয়েকদিন আগে মেদিনীপুর শহরকে যানজটমুক্ত রাখতে এবং মেদিনীপুরের ঐতিহ্যবাহী মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুলের সৌন্দর্যায়নের লক্ষ্যে স্কুল ও কলেজের সামনে থাকা হকার ও ফুটপাত ব্যবসায়ীদের অন্যত্র সরিয়ে দেয় মেদিনীপুর সদর মহকুমা প্রশাসন ও পৌর প্রশাসন। তবে গত শুক্রবার সকালে লক্ষ্য করা যায় পুনরায় স্কুল ও কলেজের সামনে কয়েকজন হকার ও ফুটপাত ব্যবসায়ীকে দোকান বসাতে। শেষে অনশন মঞ্চ গড়ে তোলে। অন্যদিকে কলেজ ও স্কুলের সামনে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে কলেজের অধ্যাপক অধ্যাপিকা ও স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ। দুই পক্ষের সাথেই যোগাযোগ করেন মেদিনীপুর পৌরসভা ও মহকুমা শাসক। ওই দিনই অবরোধ উঠিয়ে নেয় স্কুল ও কলেজ কর্তৃপক্ষ। এবার আজ হকাররা তাদের অনশন মঞ্চ উঠিয়ে নিলেন।

Latest