পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : সারা দেশের সঙ্গে একযোগে পশ্চিম মেদিনীপুর জেলাতেও অত্যন্ত শ্রদ্ধা ও গাম্ভীর্যের সঙ্গে পালিত হল ৭৭তম প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সোমবার মেদিনীপুর পুলিশ লাইন গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় জেলার মূল সরকারি অনুষ্ঠান।এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালী, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্যশঙ্কর ষড়ঙ্গী, মেদিনীপুর সদর মহকুমা শাসক মধুমিতা মুখার্জী , জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক বরুন মণ্ডল, খড়গপুর গ্রামীণ বিধায়ক দীনেন রায় সহ জেলার বিভিন্ন প্রশাসনিক দপ্তরের শীর্ষ আধিকারিকরা।

জাতীয় পতাকা উত্তোলনের পর অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ।

পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পকে তুলে ধরতে প্রদর্শিত হয় মনোমুগ্ধকর ট্যাবলো, যা উপস্থিত দর্শক ও আমন্ত্রিত অতিথিদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে।প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বক্তব্য রাখেন জেলাশাসক বিজিন কৃষ্ণা।