Skip to content

বুধবার স্বাধীন বালোচিস্তান ঘোষণা করলেন বালোচ বিদ্রোহের অন্যতম নেতা মীর ইয়ার বালোচ!

নিজস্ব সংবাদদাতা :  বালোচ বিদ্রোহীরা তাদের স্বাধীনতার দাবিতে জোরালো বার্তা দিয়েছেন। বালোচ নেতা মীর ইয়ার বালোচ বুধবার দাবি করেছেন, বালুচিস্তান কোনও দিনওই পাকিস্তানের অংশ ছিল না। আর একইসঙ্গে তাঁর দাবি, তাঁদের যেন 'পাকিস্তানের মানুষ' বলে উল্লেখ না করা হয়। তাঁদের দাবি,'১৯৪৭ সালের ১১ অগস্ট আমরা স্বাধীনতা ঘোষণা করেছি, যখন ব্রিটিশরা বালোচিস্তান ও উপমহাদেশ ছেড়ে গিয়েছে।' সদ্য ভারত, পাকিস্তান সংঘাতের আবহে বালুচিস্তান থেকে ভারতের প্রতি বেশ কিছু বার্তা উঠে এসেছে। মীর ইয়ার বালোচ বলছেন,'আমরা পাকিস্তানি নই, আমরা বালোচিস্তানি'।এক্স হ্যান্ডেলের পোস্টে তিনি লেখেন, ইসলামাবাদ এই অঞ্চলে কয়েক দশক ধরে অত্যাচার চালাচ্ছে, প্রশ্ন তুলে গুম হয়ে গিয়েছে সাধারণ মানুষ, মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আর পাকিস্তানের রক্তচক্ষুকে মানবে বালোচিস্তানের মানুষ। মীর বালোচ এই ঘোষণাকে দেশের ‘সাধারণ মানুষের রায়’ বলেছেন। এরপরেই সোশাল মিডিয়ায় ট্রেন্ড ‘স্বাধীন বালোচিস্তান’।

Latest