Skip to content

জলবন্দী এলাকার বাসিন্দাদের জাতীয় সড়ক অবরোধ, ক্যানেল বাঁধ কেটে জল বের করার চেষ্টা!

পূর্ব মেদিনীপুর,নিজস্ব সংবাদাতা:  কোলাঘাট ব্লকের সাগরবাড় গ্রাম পঞ্চায়েত এলাকার ১০-১২টি গ্রামের বর্ষার জল জঁফুলি খালের মাধ্যমে সোয়াদিঘি খাল হয়ে রূপনারায়ণের বের হয়। কিন্তু জঁফুলি খালের নিম্নাংশ সংস্কার হলেও উপরাংশ সংস্কার না হওয়ায় ওই গ্রামগুলির নিকাশি জল বের হতে পারছে না। ফলস্বরূপ কয়েক হাজার গ্রামবাসী চরম সমস্যার সম্মুখীন হয়েছে। অবিলম্বে ওই দূষিত জল বের করার দাবিতে আজ দুপুরে ৪১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে জলবন্দী এলাকার বাসিন্দারা। পরে ওই বাসিন্দারা মেদিনীপুর ক্যানেলের বাঁধ কেটে ওই জমা জল বের করার চেষ্টা করে। এর ফলে খানিকটা জল ওই ক্যানেল হয়ে দেনান খালের মাধ্যমে রূপনারায়ণে বের হবে। পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙ্গন প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, প্রায় মাসাধিক কাল ধরে ওই এলাকা জলবন্দী হয়ে রয়েছে। ফলস্বরূপ জমা জল দূষিত হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। সে কারণে বাসিন্দারা রাস্তা অবরোধ করে সরকারি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে ক্যানেল বাঁধ কাটাতে বাধ্য হয়েছে।

0:00
/0:18

Latest