নিজস্ব প্রতিবেদন : লজ্জায় ঢেকেছে মুখ।আর.জি.কর মেডিক্যাল কলেজ হাসপাতালের মহিলা ডাক্তারকে খুনের ঘটনার সোমবার খড়গপুর শহরে তালবাগিচায় প্রতিবাদ মিছিল বের হয় । যে চিকিৎসক চিকিৎসা কেন্দ্রে রোগীদের বাঁচাবে, আজ তাকেই নির্যাতিত হয়ে খুন হতে হলো। কলকাতার বড়ো হাসপাতালের মধ্যে অন্যতম আর.জি.কর মেডিকেল কলেজে কর্মরত ডাক্তারী চিকিৎসককে ধর্ষণ করে নৃশংস হত্যার ক্ষোভ গোটা বাংলাসহ দেশজুড়ে চলছে। আজ তার রেশ এসে পড়ল খড়গপুরের তালবাগিচায়। তালবাগিচার স্বেচ্ছাসেবী সংগঠন ভগৎ সিং শতবার্ষিকী কমিটি বাংলায় এই জঘন্য অপরাধের বিরুদ্ধে কালো কাপড়ে মুখ ঢেকে প্রতিবাদ জানাল। ঘটনার সঠিক তদন্ত এবং সরকারি স্বাস্থ্য কেন্দ্র গুলিতে মহিলা স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা চেয়ে মিছিল সংগঠিত করল। সংগঠনের পক্ষ থেকে আগামীদিনে এই বিকৃত রুচির সমাজ পরিবর্তন করে এক সুন্দর সমাজ গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।