নিজস্ব সংবাদদাতা : ঋষি অরবিন্দ ইনস্টিটিউট অফ টিচার এডুকেশনের পরিচালনায় বৃহস্পতিবার ৮ই জানুয়ারী মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরির সাঁকোটি গ্রামে সিধু কানু বীরসা ময়দানে এক দিবসীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট আটটি টিম নিয়ে অনুষ্ঠিত হলো। তৎসহ মহাবিদ্যালয়ের পার্শ্ববর্তী গ্রামের মহিলাদের নিয়ে অনুষ্ঠিত হয় তীরন্দাজি প্রতিযোগিতা। দুটো প্রতিযোগিতারই সূচনা করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ মাধব চন্দ্র রথ।

ফুটবল প্রতিযোগিতাটিতে প্রথম স্থান অর্জন করেন 'মাস্টার ইলেভেন' এবং দ্বিতীয় স্থান অর্জন করেন বাঘ পিছলা এফ সি ক্লাব। অপরদিকে মহিলাদের দ্বারা অনুষ্ঠিত তীরন্দাজি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সজনী হেমব্রম, দ্বিতীয় অনিমা বাস্কে এবং তৃতীয় মুখী বাস্কে। বিজয়ীদের হাতে পুরস্কার এবং ট্রফি তুলে দেন ঋষি অরবিন্দ শিক্ষক- শিক্ষণ মহাবিদ্যালয়ের সভাপতি মিহির বারিক ।

এই প্রতিযোগিতায় দর্শকদের উৎসাহ ও উপস্থিতি ছিল নজর কারার মত। মহাবিদ্যালয়ের সমস্ত অধ্যাপক, অধ্যাপিকা ও সিধু কানু বীরসা ক্লাবের সমস্ত সদস্যদের সহযোগিতায় প্রতিযোগিতা গুলি সুসম্পন্ন হওয়ার জন্য মহাবিদ্যালয়ের সম্পাদক মিঠুন বারিক সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।