Skip to content

১৯ বছর পর ফের কলকাতায়, রানিকুঠিতে একসঙ্গে ঋতুপর্ণা-রাহুল!

নিজস্ব সংবাদদাতা : বেশ কয়েকদিন ধরে কলকাতা চষে বেড়াচ্ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর সঙ্গী পরান বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, রাহুল বোস। হ্যাঁ, রাহুল বোসও এখন কলকাতায়। গত সোমবার মুম্বই থেকে কলকাতা এসেছেন রাহুল।রানিকুঠি চত্ত্বরেই তৈরি হয়েছে ছবির শ্যুটিং সেট। সেখানে ঋতুপর্ণা-রাহুলের রসায়ন লেন্সবন্দি করলেন পরিচালক সায়ন্তন ঘোষাল। তবে শুধু রানিকুঠী নয়, উত্তর কলকাতার হাতিবাগানেও এই ছবির কিছুটা অংশের শ্যুট হয়েছে।রানিকুঠিতে ম্য়াডাম সেনগুপ্তের শ্যুটিং চলাকালীন শট দেওয়ার সময় লেন্সবন্দি খরাজ মুখোপাধ্যায় ,পরান বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন ঘোষাল ও সহকারী পরিচালক অনুরাগ পতিকেও। 'ম্যাডাম সেনগুপ্ত' ছবির সঙ্গে জুড়ে রয়েছেন তিন জাতীয় পুরস্কারজয়ী। এরাঁ হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, অনন্যা চট্টোপাধ্যায়, আর গায়ক অনুপম রায়। আর এই ছবিতে ঋতুুপর্ণার লিপে রয়েছে 'জওয়ান' খ্যাত গায়িকা শিল্পা রাও-এর গান।

Latest