পূর্ব মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : পথদুর্ঘটনায় সাত বছরের এক ছেলের মৃত্যুকে সামনে রেখে উত্তেজনা ছড়াল এগরার আলংগিরি এলাকায়। ব্যাপক উত্তেজনা ছড়ায় এই ঘটনাকে কেন্দ্র করে। পুলিশের সঙ্গে বচসায় জড়ান জনতা। পুলিশকে লক্ষ্য করে ইট, কাঁচের বোতল ছোড়া হয় বলেও অভিযোগ। স্থানীয় লোকজনের দাবি, এলাকায় কাদানে গ্যাস ছোড়া হয়।রাখি পূর্ণিমা উপলক্ষে মা, বাবার সঙ্গে পূর্ব মেদিনীপুরের এগরা থানার আলংগিরিতে মামার বাড়িতে এসেছিল রাজদীপ ঘোরাই ৭ বয়স বছর । সোমবার বিকালেই আসে সে। মা বাবার সঙ্গে রাস্তার ধারে থাকা মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনছিল।সেই সময় একটি গাড়ি প্রবল গতিতে ছুটে আসে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা রাজদীপকে ধাক্কা মারে। ছিটকে পড়ে যায় সে। এরপরই উত্তেজিত জনতা রাগে ফেটে পড়ে। পথ অবরোধে নামে তারা। ঘটনাস্থলে পুলিশকে লক্ষ্য করে ইট ও বোতল ছোড়া শুরু হয় বলে অভিযোগ।