Skip to content

পশ্চিম মেদিনীপুরের দাঁতনে আঙ্গুয়া ৬০ নম্বর জাতীয় সড়কের উপর লরির সঙ্গে সংঘর্ষ যাত্রী-সহ বাসের!

1 min read

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : রবিবার ভোর ৪টে নাগাদ পুরীগামী একটি যাত্রী-সহ বাসের সঙ্গে আলুবোঝাই লরির সংঘর্ষ হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থেকে ৫৯ জন যাত্রী-সহ মোট ৭৩ জনকে নিয়ে ওড়িশার পুরী যাচ্ছিল একটি বাস। দাঁতনে জাতীয় সড়কে আলুবোঝাই একটি লরি বাসটিতে ধাক্কা মারে। বাসটি গিয়ে পড়ে নয়ানজুলিতে। স্থানীয় কয়েক জন উদ্ধারকাজ শুরু করেছিলেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে জানা গিয়েছে, বাসে থাকা তিন পুরুষযাত্রী গুরুতর আহত হয়েছেন। লরির এক খালাসিও আহত হন। তাঁকে উদ্ধার করে ওড়িশার বালেশ্বরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্য দিকে, আহত যাত্রীদের কলকাতার একাধিক হাসপাতালে পাঠানো হয়েছে।

Latest