Skip to content

রোড শো'য়ে এই কাতারে কাতারে মানুষের ঢল দেখে আবেগে ভাসলেন প্রধানমন্ত্রী!

নিজস্ব সংবাদদাতা : রোড শো’য়ে এই কাতারে কাতারে মানুষের ঢল দেখে আবেগে ভাসলেন প্রধানমন্ত্রীও। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, এই উচ্ছ্বাস অকল্পনীয়। লোকসভা ভোটের প্রচার পর্বে বার বার তৃণমূল খোঁচা দিয়েছে বিজেপিকে। ‘বহিরাগত’ তত্ত্বে আক্রমণ শানিয়েছে পদ্ম শিবিরকে। তবে ভোট সপ্তমীর আগে আজ বাংলার সঙ্গে বিজেপির সম্পর্ক বোঝালেন মোদী। কলকাতা শহরের সঙ্গেই যে বিজেপির শিকড় জড়িয়ে, এক্স হ্যান্ডেলে সে কথা স্মরণ করিয়ে দিয়েছেন মোদী। কলকাতায় প্রথম রোড-শো শেষ হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পৌঁছে গেলেন স্বামী বিবেকানন্দের বাড়িতে।প্রধানমন্ত্রীকে দেখার জন্য ভিড় উপচে পড়েছিল গোটা বিধান সরণী জুড়ে। তার আগে বাগবাজারে সারদা দেবীর বাড়িতে যান তিনি।সন্ন্যাসীদের সঙ্গে দেখা করেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে জিপে উঠে রোড শো শুরু হয়। মোদির সঙ্গে জিপে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়, দমদম লোকসভার বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধান সরণী জুড়ে ছড়িয়ে রাখা হয়েছিল ফুল। তার মধ্যে দিয়েই এগিয়ে চলে প্রধানমন্ত্রীর জিপ। জিপ থেকেই রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষের উদ্দেশ্যে হাত নাড়েন প্রধানমন্ত্রী।

Latest