পশ্চিম মেদিনীপুর,সেখ ওয়ারেশ আলী: আগামী ১৩ই নভেম্বর মেদিনীপুরে বিধানসভার উপনির্বাচন হতে চলেছে। সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া পরিচালনার জন্য মেদিনীপুরে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি শুরু হয়েছে সোমবার বিকেল থেকে। স্থানীয় প্রশাসনের সঙ্গে রেখে ভোটারদের আস্থা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের মেদিনীপুর সদর ব্লক খয়েরুল্লা চক থেকে দেলুয়া পর্যন্ত এলাকায় রুট মার্চ করছে। এলাকায় টহল দারির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়ানোর চেষ্টা করা হয়। সি এ পি এফ (কেন্দ্রীয় বাহিনী) জওয়ানরা খয়েরুল্লা চক থেকে দেলুয়া পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের ভোটদানে উৎসাহিত করেন।
