Skip to content

রোটারি ক্লাব অফ কলকাতা টেম্পল সিটি সোদপুরের উদ্যোগে মেট্রোপলিটন হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতালে মৃতদেহ ফ্রিজার বক্স সংযোজন করা হলো!

নিজস্ব প্রতিবেদন :  আজ ১লা মার্চ শনিবার রোটারি ক্লাব অফ কলকাতা টেম্পল সিটি সোদপুরের ও মেট্রোপলিটন হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতালে ওম শান্তি নামে একটি ছয় বগি বিশিষ্ট মৃতদেহ ফ্রিজার বক্স মেশিন উদ্বোধন করা হলো । এটি পানিহাটি পৌরসভা এলাকায় এই ধরণের প্রথম এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। এতে করে মরদেহ সংরক্ষণসহ অন্যান্য মরদেহ রক্ষণাবেক্ষণের মাধ্যমে প্রাণ ফিরে পাবে হাসপাতালের মর্গের। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দমদমের সাংসদ সৌগত রায়। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল ঘোষ, রোটারি জেলা ৩২৯১-এর প্রাক্তন গভর্নর রাইট্যান অজয় ​​কুমার ল,ডাঃ কৃষ্ণেন্দু গুপ্ত, মেট্রোপলিটন হোমিওপ্যাথিক মেডিকেল সোসাইটি কলেজ পরিচালক সৌমিত্র বসু, ডা: চিন্ময় মাহাতো,ডা: চন্দ্রনাথ দাস,কলেজ অধ্যক্ষ এবং অন্যান্য রোটারী ক্লাব অফ কোলকাতা টেম্পল সিটির সদস্যবৃন্দ। এই মেশিনটি হিন্দু সৎকার সমিতি দান করেছে। মরচুয়ারি স্থাপনের মাধ্যমে সেই সংকট কেটে গেলো। এছাড়া সাংসদ সৌগত রায় কলেজ হাসপাতাল সংলগ্ন অডিটোরিয়াম নির্মাণে সাংসদ তহবিল থেকে ৮ লক্ষ টাকা অনুদান করেন।

Latest