নিজস্ব সংবাদদাতা: পূর্ব মেদিনীপুরের তমলুক পাবলিক স্কুলে অনুষ্ঠিত হলো প্রি যোগা অলিম্পিয়াড-২০২৫। ওয়েষ্ট বেঙ্গল ও নর্থ ইস্ট রিজিওনের বেশ কিছু ইংরেজী মাধ্যম স্কুল থেকে প্রায় ৯০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মেদিনীপুর শহরের রয়্যাল একাডেমী -র ষষ্ঠ শ্রেণীর ছাত্র অঙ্গন মাইতি নিজ বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে এবং আগামী ২২ শে মে দেরাদুনে ন্যাশনাল যোগা অলিম্পিয়াড -২০২৫- এ অংশগ্রহণ করার সুযোগ অর্জন করে।ছাত্রের এই সাফল্যে খুশি একাডেমীর অধ্যক্ষ সত্যব্রত দোলাই সহ গোটা স্কুল।
