নিজস্ব সংবাদদাতা : খড়গপুর ডিভিশনের আরপিএফ মহিলা কনস্টেবল সাহসিকতা পদকে ভূষিত দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনের জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের বিষয় যে আরপিএফ পোস্ট মেচেদার লেডি কনস্টেবল (এলসিটি) কিমিদি সুমাথিকে তার অনুকরণীয় সাহস এবং কর্তব্যের প্রতি নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ সাহসিকতা পদক প্রদান করা হয়েছে। তাঁর হাতে ওই পদক তুলে দেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

২রা জুন, ২০২৩ ভোরে মেচেদা রেলওয়ে স্টেশনে কর্তব্য পালনের সময়, এলসিটি কিমিদি সুমাথি ব্যতিক্রমী উপস্থিতি এবং সাহসিকতা প্রদর্শন করেছিলেন যখন তিনি চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টাকারী একজন ব্যক্তিকে উদ্ধার করেছিলেন।

খড়্গপুর ডিভিশনের তরফে জানানো হয়েছে, সোমবার গুজরাটের ভালসাদ আরপিএফ ট্রেনিং সেন্টারে আয়োজিত একটি অনুষ্ঠানে ওই পুরস্কার তুলে দেন রেলমন্ত্রী। তার সাহসিকতার কাজটি আরপিএফের মূলমন্ত্র - "সেবা, সুরক্ষা, সাতারকতা" - এর সত্যিকারের প্রতিমূর্তি হিসেবে দাঁড়িয়েছে এবং তার সহকর্মী এবং বাহিনীর সকল সদস্যদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে ।