Skip to content

র‌্যাগিং ঠেকাতে রাতে হানাদারি শুরু খড়্গপুর আইআইটি অধ্যাপকদের!

1 min read

পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : খড়্গপুর আইআইটি ক্যাম্পাসে উঠেছে র‌্যাগিংয়ের অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের হয়েছে। আইআইটি কর্তৃপক্ষের অভিযোএর ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে আইআইটি খড়গপুর কর্তৃপক্ষের অভিযোগপত্রে কোনও পড়ুয়ার নাম নেই। গত ৮ নভেম্বর খড়্গপুর টাউন থানায় র‌্যাগিংয়ের অভিযোগ জমা পড়েছে। এই পরিস্থিতিতে এবার ছাত্রদের হস্টেলে ‘‌রাত জাগরণ’‌ শুরু করলেন অধ্যাপকদের ১০০ জনের সদস্য। রাত জাগরণ অর্থাৎ রাতে ছাত্রদের হস্টেলে হানা দিচ্ছেন অধ্যাপকদের দল। তাঁরা খতিয়ে দেখবেন কোথাও র‌্যাগিং হচ্ছে কিনা। এই হঠাৎ হানায় র‌্যাগিং কমবে বলে তাঁদের মত।কেন এমন উদ্যোগ নেওয়া হচ্ছে?‌ আইআইটি সূত্রে খবর, এই পদক্ষেপের ফলে তিনটি বিষয় একসঙ্গে ঘটবে। এক, হস্টেলের নিরাপত্তা বাড়বে। দুই, রাতে চেকিং হবে। তিন, র‌্যাগিং রোখা যাবে। তবে এখানের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, ছাত্ররা এবার থেকে ইমেল করে জানাতে পারবে র‌্যাগিংয়ের ঘটনা। এই ধরণের ইমেল পেলে তৎক্ষণাৎ পদক্ষেপ করা হবে।কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটতে পারে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একটি ইমেল আইডি তৈরি করে তা পড়ুয়াদের উদ্দেশে ছড়িয়ে দেওয়া হয়েছে। সেই ইমেল আইডি হল " antiragging@iitkgp.ac.in " তাতেই নড়েচড়ে বসছে খড়্গপুর আইআইটি কর্তৃপক্ষ।

May be an image of hospital

Latest