Skip to content

সাঁতরাগাছিতে ধৃত ‘শান সি সুলতানপুরী-গ্রেপ্তার করে খড়গপুর জিআরপি-র শালিমার থানা!

নিজস্ব সংবাদদাতা : একের পর এক চুরি ডাকাতির অভিযোগ! দেশের একাধিক থানায় রয়েছে অভিযোগও। এর মধ্যে কেউ কেউ ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু পরবর্তীকালে জামিন পেয়েই ফের চুরি ছিনতাইয়ের কাজে ফিরে গিয়েছেন গ্যাং বা দুষ্কৃতীদলটির সদস্যরা। কিন্তু এই গ্যাংয়ের মাথাদের ধরা সম্ভব হচ্ছিল না। এবার দিল্লির সেই কুখ্যাত দুষ্কৃতীদল ‘শান সি সুলতানপুরী’ গ্যাংয়ের অন্যতম মূল মাথা-সহ তিন দুষ্কৃতী গ্রেপ্তার হল হাওড়ায়। দীর্ঘদিন ধরে জাল পেতে রাখার পর অবশেষে গ্যাংয়ের ৩ সদস্য হাওড়ার সাঁতরাগাছি স্টেশনে নামতেই তাদের গ্রেপ্তার করে খড়গপুর জিআরপি-র শালিমার থানা।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গ্যাংয়ের অন্যান্যদের খোঁজ শুরু করেছে জিআরপি। তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশের সিআইডিও। সূত্রের খবর, বিভিন্ন ধর্মীয়স্থান, মেলা, বাস স্ট্যান্ড-সহ দেশের জনবহুল এলাকাকেই এই গ্যাংয়ের সদস্যরা বেছে নিত। ইতিমধ্যে খড়গপুর জিআরপির হাওড়ার শালিমার থানায় রেল পুলিশ-সহ সিআইডির আধিকারিকরা ধৃতদের জিজ্ঞাসাবাদ করেছে।খড়্গপুর জিআরপির সুপারিনটেন্ডেন্ট দেবশ্রী সান্যাল বলেন, ‘এরা সবসময় ইন্টারনেট কলের মাধ্যমে নিজেদের মধ্যে কথাবার্তা বলে। সেকারণে এদের ট্র্যাক করা কঠিন ছিল। গ্যাংয়ের আরও কয়েকজন মাস্টারমাইন্ড অধরা। তাদের খোঁজ চলছে।’ পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অতীতে ধরা পড়লেও পর্যাপ্ত তথ্যপ্রমাণ না থাকার কারণে বা গ্যাংয়ের মূল পরিচয় গোপন রাখতে সক্ষম হওয়ায় সহজেই ছাড়া পেয়ে যেত এরা। ইতিমধ্যেই পুলিশি জিজ্ঞাসাবাদে হাওড়া ও কলকাতায় আগেও একই কায়দায় চুরির কথা স্বীকার করেছে ধৃতরা।

Latest