অরিন্দম চক্রবর্তী: পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সবং ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত স্তরে অঞ্চল কমিটি গঠনের কাজ শুরু হয়েছে। ২০শে জুলাই রবিবার, ১ নম্বর দেভোগ গ্রাম পঞ্চায়েতের অধীন বাড়জীবন এ নবকুমার মিশ্রর আয়োজনে ট্রাস্টের সম্মেলন অনুষ্ঠিত হলো। সম্মেলনে উদ্বোধনী ভাষণ দেন রাজ্য কমিটির সহ-সভাপতি গোপাল চক্রবর্তী। বালিকা সুদেষ্ণা মিশ্র উপস্থিত সকল ব্রাহ্মণদের বরণ করে নেন।

ওর সাথে সহযোগিতা করেন তন্ময় চক্রবর্তী। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন রামকৃষ্ণ মূর্তিতে মাল্যদান ও পতাকা উত্তোলন করেন সবার সভাপতি শক্তিপদ মিশ্র। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্লক সভাপতি চণ্ডীচরণ মিশ্র, সবং ব্লক কমিটির চেয়ারম্যান মৃত্যুঞ্জয় পান্ডা, ব্লক নির্দেশক দিগম্বর পতি, বিশিষ্ট পন্ডিত বিজয় কৃষ্ণ মিশ্র, অশোক ভট্টাচার্য ও অন্যান্য ব্রাহ্মণেরা। বক্তারা বলেন-আপনারা সত্য দ্রষ্টা ঋষিদের সৃষ্টি। আপনারা সমাজের গুরু। সকল বর্ণের নেতা। সব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার মাধ্যম আপনারা। সমাজের প্রতি আপনাদের দায়িত্ব ও কর্তব্য আছে। প্রসঙ্গত: একত্রিত ও সংঘবদ্ধভাবে সবং ব্লক এ ব্রাহ্মণেরা গণ উপনয়ন, পুজো পাঠ প্রশিক্ষণ, করোনা কালে দুস্থদের সাহায্য সহ নানাবিধ সমাজ কল্যাণমূলক কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। অবিলম্বে অফিস গৃহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে বলে বক্তারা জানান। এদিন ১৫ জনের দেভোগ এক নম্বর অঞ্চলের কমিটি গঠন করা হয়েছে। এতে সম্পাদক রয়েছেন সুকুমার মিশ্র, লালটু ভট্টাচার্য, তারাপদ মিশ্র। সভাপতি হয়েছেন বিশ্বরঞ্জন ভট্টাচার্য, দুলাল চক্রবর্তী, শক্তিপদ মিশ্র। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন বুদ্ধদেব চক্রবর্তী। এদিন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের ব্লক কমিটির অন্যতম সহ-সভাপতি পদ্মনাভ মিশ্র।