নিজস্ব সংবাদদাতা : সোমবার সব মোবাইল নির্মাতা ও আমদানিকারকদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে ভারত সরকারের টেলিযোগাযোগ দফতর। ভারতে বিক্রির জন্য তৈরি বা আমদানি করা সমস্ত নতুন মোবাইল হ্যান্ডসেটগুলিতে আগে থেকে অবশ্যই ‘সঞ্চার সাথী’ অ্যাপ ইনস্টল থাকতে হবে।

প্রথমবারের মতো ফোন বা সেটআপ চালু করার সময় এই অ্যাপ্লিকেশনটি ব্যবহারকারীর কাছে স্পষ্টভাবে দৃশ্যমান হওয়া উচিত এবং এটি কোনওভাবেই বন্ধ করা যাবে না। ২০২৩ সালের মে'তে ‘সঞ্চার সাথী’ অ্যাপ এবং পোর্টাল চালু করা হয়েছিল। কেন্দ্র অবশ্য জানিয়েছে, নাগরিকদের চুরি যাওয়া ফোন কিনে ফেলার ঝুঁকি কমাতে সঞ্চার সাথীকে বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু অ্যাপটি নিয়ে উদ্বেগ বাড়ছে তাও স্পষ্ট। আসলে অ্যাপটি ফোনে ইনস্টল (App Install) হলে এটি ক্যামেরা অ্যাক্সেস, কল ও মেসেজ মনিটরিং, নেটওয়ার্ক স্টেট পড়া, লোকেশন অ্যাক্সেস - অত্যন্ত সংবেদনশীল অনুমতি চাইবে। ‘ফোন ফাইন্ডার’ হিসেবে কাজ করতে এগুলো প্রয়োজন হতে পারে, তবে একইসঙ্গে ব্যবহারকারীর গোপনীয়তার জন্যও বড় বিপজ্জনক হয়ে উঠতে পারে।
দেখে নেওয়া যাক ‘সঞ্চার সাথী’ অ্যাপের ফলে কী কী লাভ হবে?
১) এই 'সঞ্চার সাথী' অ্যাপের আপনি জানতে পারবেন যে আপনার নামে কতগুলো মোবাইল কানেকশন অ্যাক্টিভ আছে।
২) হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোনের ক্ষেত্রে অভিযোগ করা এবং সেগুলি ব্লক করা।
৩) প্রতারণামূলক ওয়েব লিঙ্কগুলি রিপোর্ট করা। অর্থাৎ সহজেই সন্দেহজনক জালিয়াতি বা স্প্যাম রিপোর্ট করা।
৪) ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের যোগাযোগের নম্বর যাচাই করা।
৫) আপনি যে ফোন কিনেছেন, সেটি যাচাই করে দেখতে পারবেন।
৬) ভারতীয় নম্বর দেখিয়ে আগত আন্তর্জাতিক কলগুলি রিপোর্ট করা।
টেলিযোগাযোগ দফতরসূত্রে জানা গিয়েছে, ভুয়ো হ্যান্ডসেট কেনা থেকে নাগরিকদের রক্ষা করতে, বেআইনি কাজের বিরুদ্ধে সহজে অভিযোগ করতে এবং সঞ্চার সাথী উদ্যোগকে আরও কার্যকর করার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।