পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের উদ্যোগে অরণ্য সপ্তাহকে উপলক্ষ্য করে অনুষ্ঠিত হলো চারাগাছ রোপন কর্মসূচি। 'গাছ লাগাও, প্রাণ বাঁচাও" এই আহ্বানকে সামনে রেখে স্কুলের ছাত্রছাত্রীরা ও শিক্ষক-শিক্ষিকারা প্রিন্সিপাল ম্যাডাম ডঃ মৌপিয়া উইলিয়াম নেতৃত্ব চারাগাছ রোপণ কর্মসূচিতে ব্রতী হন।এই উপলক্ষ্যে একটি শোভাযাত্রাও অনুষ্ঠিত হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সত্য পড়িয়া, অধ্যক্ষা মৌপিয়া উইলিয়াম সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। ও প্রিন্সিপাল মৌপিয়া উইলিয়াম বলেন ছাত্র-ছাত্রীদের মধ্যে পরিবেশ রক্ষার বার্তা দিতে প্রতি বছরই তাঁরা এই ধরনের কর্মসূচি আয়োজন করে থাকেন। তিনি আরও বলেন আগামী শনিবার সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে তাঁরা একটি রক্তদান শিবিরের আয়োজন করেছেন।