Skip to content

শনিবার আবারো রাস্তায় নেমে আন্দোলন করল চাকরিহারা শিক্ষকেরা!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী: চাকরি হারা যোগ্য শিক্ষকদের চাকরিতে পুনর্বহাল করার দাবিতে শনিবার আবারো রাস্তায় নেমে আন্দোলন করল চাকরিহারা শিক্ষকেরা। শনিবার দুপুর নাগাদ মেদিনীপুর শহরের কলেজ ময়দান থেকে মিছিল সহকারে স্বাক্ষর সংগ্রহ অভিযানে নামে চাকরিহারা শিক্ষাকরা। এরপর শহরের কেরানী তলায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। চাকরিহারা শিক্ষকদের মূল দাবি, চাকরিতে পুনর বহালের ক্ষেত্রে স্থায়ী সমাধান করতে হবে রাজ্য সরকারকে এবং শিক্ষক ও শিক্ষা কর্মীদের ফেরাতে হবে চাকরি ক্ষেত্রে। বেশ কিছুক্ষণ অবরোধ করার পর তারা আন্দোলন সাময়িকভাবে প্রত্যাহার করেন।

Latest