অরিন্দম চক্রবর্তী : খড়গপুর শহরের ইন্দার পারুল বৃদ্ধাশ্রম বর্তমানে আনন্দ নিকেতনের ১১ জন আশ্রমিককে একদিনের খাদ্য দিয়ে সাহায্য করলেন খড়গপুর ইউনিটের এসবিআই পেনশনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। ইন্দা বিদ্যাসাগর পুরের প্রান্তিক ক্লাব পার্শস্থ্য এই বৃদ্ধাশ্রমে অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের ও বিরল রোগে আক্রান্ত বাচ্চাদের নিখরচায় থাকার ব্যবস্থা করেছেন এই কেন্দ্রের কর্ণধার তথা সমাজসেবী রঘুনন্দন হালদার। তিনি বলেন-অসহায় এই মানুষদের দেখাশোনার জন্য শেষ সম্বল টুকুও দান করে দিয়েছি।

বর্তমানে ভাড়া বাড়িতে থাকলেও পরবর্তীকালে মায়ের সূত্রে পাওয়া জায়গায় একটি বাড়ি তৈরি করে এদের খুব শীঘ্রই স্থানান্তরিত করার ব্যবস্থা করছি বর্তমানে এই আশ্রমে কয়েকজন বিরল রোগে আক্রান্ত বাচ্চা সমেত জটিল কিছু রোগ আক্রান্ত বৃদ্ধাদের ও চিকিৎসার খরচ নিজের কাঁধে তুলে নিয়েছেন এই অকৃতদার মানুষটি। তিনি নিজে আর এমপি চিকিৎসক হওয়া সত্ত্বেও মন প্রাণ সঁপে দিয়েছেন এদের দেখাশোনার জন্য। ইনার সাথে হাত লাগিয়েছেন আরো পাঁচজন সিস্টার। আনন্দ নিকেতন চলছে দুই হাজার কুড়ি সাল থেকে। এদিন পেনশনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রশান্ত রায় চৌধুরী, ভক্তি ভট্টাচার্য, বরুণ রায়, দেবব্রত বসাক ও আশুতোষ চ্যাটার্জী। এরা বলেন আমাদের আগামী দিনের লক্ষ্য- খড়গপুর শহরে যত ভবঘুরে রয়েছে তাদের একত্রিত করে দৈনন্দিন খাওয়ানোর ব্যবস্থা করা।