Skip to content

বেরা ডিস্ট্রিবিউটরের উদ্যোগে স্কলারশিপ প্রদান অনুষ্ঠান!

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর: পৃথিবীব্যাপী যুদ্ধের আবহের মধ্যেই বৃহস্পতিবার নিঃশব্দে অনুষ্ঠিত হলো বেরা ডিস্ট্রিবিউটর প্রাইভেট লিমিটেডের দ্বিতীয় মেরিট স্কলারশিপ প্রদান অনুষ্ঠান। মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দির সংলগ্ন একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয় শ্রীশ্রী গণেশ বন্দনা ও প্রদীপ প্রজ্জ্বলন মধ্য দিয়ে। অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত ছাত্রছাত্রীদের মায়েরা। উদ্বোধনী বক্তব্যে অনুষ্ঠানের তাৎপর্য ব্যাখ্যা করেন সংস্থার প্রাণপুরুষ সুকুমার বেরা। তিনি তাঁর বক্তব্যের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা ও সময়ানুবর্তিতা প্রসঙ্গে বিশেষ তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা করেন এবং তিনি বলেন এই দুটি গুণ থাকলেই সাফল্য আসতে বাধ্য। তিনি,আরো বলেন, যে সাফল্য একটি অনুভূতি মাত্র যা সতত পরিবর্তনশীল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজিয়েট গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা স্বর্ণলতা বেরা দাস,মেদিনীপুর কলেজের সোসিওলজির অধ্যাপিকা সুর্পনা সামন্ত, তাঁরা তাঁদের বক্তব্যের বিষয়বস্তু বিশেষতঃ সন্তান প্রতিপালনে মায়েদের অনুভূতি, যা অনেক সময় সন্তানদের বিরক্তিকর বলে মনে হয় ও সন্তানদের অনুভূতি মা বাবার প্রতি কিরকম হওয়া উচিত তা মনে করিয়ে দেন। অধ্যাপিকা সুর্পনা সামন্ত, প্রথাগত বিদ্যার্জনের সঙ্গে সঙ্গে মনে করিয়ে দেন যে এই সাফল্য যেন তাদের মাথাঘুরিয়ে না দেয়।তিনি এও বলেন যে "মাই ওয়ে ইস হাইওয়ে" অর্থাৎ আমি যা জানি সেটাই ঠিক এই মনোভাব থেকে বিরত থাকতে হবে। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরাও ও অতিথিরা তাঁদের বক্তব্যের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের অভিনন্দন জানান। বিশিষ্ট শিক্ষাবিদ্ ও ভগবতী শিশু শিক্ষায়তনের প্রাক্তন প্রধানশিক্ষক প্রশান্ত বিশ্বাস তাঁর ছোট্ট বক্তব্যে ছাত্রছাত্রীদের তাদের দায়িত্ব সম্পর্কে অবহিত করান। এদিনের অনুষ্ঠানে কিছুটা সময়ের জন্য উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সুদীপ কুমার খাঁড়া। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সুকুমার বেরার সুযোগ্য উত্তরসূরি শিব কুমার বেরা। এদিনের অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতিত্বের সাথে উত্তীর্ণ বারো জন ছাত্র-ছাত্রীকে মেরিট স্কলারশিপ প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের জন্য মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়।

Latest