নিজস্ব সংবাদদাতা: গত সোমবার শহিদ বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস ছিল। ১৯০৮ সালের এই দিনে মাত্র ১৮ বছর বয়সে হাসিমুখে ফাঁসিকাঠে ঝুলেছিলেন তিনি । দেশমাতৃকার স্বাধীনতার জন্য প্রাণ উৎসর্গের এমন দৃষ্টান্ত ইতিহাসে বিরল । এই দিনটি বাঙালি জাতির জন্য যেমন বেদনার, তেমনই গর্বেরও ।

ক্ষুদিরাম বসুর ১১৮ তম আত্ম বলিদান দিবসে কেশপুর ব্লকের মুন্ডলিকা বিদ্যাপীঠের ১১৮ জন ছাত্রছাত্রী স্কুল থেকে সাইকেল যাত্রা করে মোহবনিতে উপস্থিত হয় শহীদ ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানানোর জন্য। সঙ্গে ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চঞ্চল হাজরা। ছিলেন যজ্ঞেশ্বর চক্রবর্তী, দীপক দাস, দীনবন্ধু দোলই, জয়শ্রী পন্ডা সহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দরা।