Skip to content

মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো তিন দিনের বিজ্ঞান বিষয়ক কর্মশালা!

নিজস্ব সংবাদদাতা : আইএপিটি এবং মেদিনীপুর কলেজ সেন্টার ফর সায়েন্টিস্ট কালচারের সহযোগিতায় মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো তিনদিনের বিজ্ঞান বিষয়ক কর্মশালা। 'এক্সপেরিমেন্টাল ফিজিক্স' এর উপর আয়োজিত এই সভায় বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা অংশ নেয়।কর্মশালায় বিভিন্ন দিনে বিভিন্ন সময়ে উপস্থিত ছিলেন মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ, বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায়, সহকারী প্রধান শিক্ষিকা সুতপা বসু, মেদিনীপুর কলেজের প্রাক্তন অধ্যাপক ড. সুভাষ সামন্ত, বর্তমান অধ্যাপক ড.মাখন লাল গোস্বামী,ড. শুভাযন মন্ডল,ড. রাজশেখর বর , মেদিনীপুর কলেজিয়েট স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সুচাঁদ পান প্রমুখ ।

এছাড়া ও উপস্থিত ছিলেন সুমনা ভদ্র, রীতা নাগ, রমেশ সামন্ত ,সুমন দাস, জামিউর রহমান, পাপুন মন্ডল, উত্তম মাঝি , প্রাক্তন প্রধান শিক্ষক প্রদীপ মহান্তি,তনুময় পাল প্রমুখ বিভিন্ন বিদ্যালয়ের পদার্থ বিদ্যার শিক্ষক- শিক্ষিকাগণ। আয়োজক বিদ্যালয়ের পদার্থ বিদ্যার শিক্ষিকাদ্বয় কাকলি খান ও রুমা দাস কর্মশালাটি সুচারু ভাবে পরিচালনা করেন।কর্মশালায় বিদ্যালয়ের ৭০ জন ছাত্রী অংশ নেয়। অংশগ্রহণকারী ছাত্রীরা জানিয়েছে কর্মশালায় অংশ নিয়ে তারা সমৃদ্ধ হয়েছে।

Latest