Skip to content

কয়েক লক্ষ পাঁশকুড়ার মহৎপুর এবং জানাবাড় থেকে ফুল গিয়েছে অযোধ্যার রাম মন্দিরে!

1 min read

পূর্ব মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ও কোলাঘাটে প্রায় ২৫ থেকে ৩০ রকমের ফুলের চাষ হয়। গুণগত মানের কারণে দেশে বিদেশে পাঁশকুড়ার চন্দ্রমল্লিকা এবং গাঁদার যথেষ্ট খ্যাতি রয়েছে। গাঁদার পাশাপাশি রাম মন্দিরে সাজানোর কাজে পাঁশকুড়ার চন্দ্রমল্লিকা ফুল গিয়েছে বহু পরিমাণে। শুধু কয়েক লক্ষ পাঁশকুড়ার মহৎপুর এবং জানাবাড় থেকে চন্দ্রমল্লিকা ফুল গিয়েছে অযোধ্যার রাম মন্দিরে। এছাড়াও পাঁশকুড়ার ফুল চাষিদের কাছ থেকে কয়েক হাজার গ্ল্যাডিওলাস ফুল কিনে রাম মন্দিরের কাজে পাঠিয়েছেন ফুল ব্যবসায়ীরা। একদিকে রাম মন্দিরের উদ্বোধন অন্যদিকে বিয়ের মরশুম চালু হওয়ায় ফুলের বাজার উর্ধ্বমুখী তাতেই খুশি ফুল চাষিরা। ফলে রাম মন্দিরের উদ্বোধন ঘিরে বাজারে বেড়েছে ফুলের দাম। যার জেরে খুশি পূর্ব মেদিনীপুরের ফুল চাষিরা।

Latest