বেঙ্গালুরু নিজস্ব সংবাদদাতা : প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রাজ্জ্বল রেভান্নার যৌন-ভিডিও কেলেঙ্কারি লোকসভা নির্বাচনের মধ্যে দেশজুড়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছে। মহিলা কমিশনের সুপারিশে দেবেগৌড়ার নাতির যৌন-কেলেঙ্কারির তদন্তে সিট গঠনের নির্দেশ দিয়েছেন কংগ্রেস মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। শুধু দেবেগৌড়ার নাতি প্রাজ্জ্বল নয়, তাঁদের পরিবারের এক মহিলাকর্মী এবং তাঁর মেয়ে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছেন দেবেগৌড়ার ছেলে অর্থাৎ প্রাজ্জ্বলের বাবার বিরুদ্ধেও। কিন্তু এই মুহূর্তে প্রাজ্জ্বল জার্মানিতে আত্মগোপন করে থাকায় তাঁর এখনও নাগাল পাননি তদন্তকারীরা।এইচ ডি দেবেগৌড়ার পরিবারের ৪৭ বছর বয়সের ওই মহিলাকর্মী অভিযোগ করেছেন, কাজে যোগ দেওয়ার ৪ মাস পর থেকেই নিজের ঘরে ডেকে পাঠিয়ে ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে তাঁকে কয়েকবছর ধরে লাগাতার যৌন হেনস্থা করতেন প্রাজ্জ্বল। শুধু তাঁকেই নয়, অশ্লীল মেসেজ পাঠাতেন তাঁর মেয়েকেও। শুধু প্রাজ্জ্বল নয়, তাঁর বাবা এইচ ডি রেভেন্নাও স্ত্রীর অনুপস্থিতিতে তাঁকে ঘরে ডেকে পাঠিয়ে ফল খাইয়ে আপত্তিকরভাবে স্পর্শ করতেন তাঁকে। জেডি(এস)-এর রাজ্য সভাপতি এইচ ডি কুমারস্বামী বলেছেন, বিশেষ তদন্তকারী দল (এসআইটি) দ্বারা তদন্ত চলছে ,তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে।