Skip to content

শবে বরাত বা লাইলাতুল বরাত!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : শবে বরাত বা লাইলাতুল বরাত, শবে বরাত কথার অর্থ হল মুক্তির রাত। সারা বিশ্বের সঙ্গে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলাতেও পালন করা হচ্ছে মুসলিম সম্প্রদায় মানুষদের শবে-বারাত।মুসলমানদের জন্য শবে বরাত বা লাইলাতুল বরাত হচ্ছে হিজরি শাবন মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ রাত।এই রাতটিতে মুসলিম সম্প্রদায় মানুষেরা তাদের পূর্ব পুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে প্রার্থনা করেন কবরস্থানে গিয়ে।এই উৎসবকে সামনে রেখে মুসলিম সম্প্রদায় মানুষের বাড়িতে নানান ধরনের খাবার তৈরি হয়। এছাড়াও এদিন সন্ধ্যে থেকেই বিভিন্ন মুসলিম সম্প্রদায় মানুষ তাদের ধর্মগ্রন্থ কোরআন পাঠ করেন বাড়িতে ও মসজিদে।মেদিনীপুর শহরের অন্যতম এক মুসলিম সম্প্রদায়কের গুণী ব্যক্তি আব্দুল ওয়াহেদ বলেন, এই উৎসব শুধু দেশে নয়, গোটা বিশ্ব জুড়ে পালন করে থাকেন মুসলিম সম্প্রদায় মানুষেরা। শবে বরাতের অর্থ এই নয়, আতসবাজি ফাটানো , নতুন কলসিতে জল ভর্তি করে শবে বরাত পালন করা সেরকম কোন হাদিসে আল্লাহর নির্দেশ নেই । বরং শবেবরাত এর অর্থ হল, এই রাতে ইবাদতের মাধ্যমে মুক্তি লাভ করা নিজেদের প্রয়াত পূর্ব পুরুষদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা। নিজেদের জীবনের ভালো কর্ম তাঁদের প্রতি উৎসর্গ করা এবং সংসারের কল্যাণে ধর্মগ্রন্থ পাঠ করার মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করা। তাই এখন এই উৎসবের প্রকৃত অর্থ মানুষকে বোঝাতে দরকার। কারণ অনেকেই উৎসব পালনের আসল উদ্দেশ্য জানেন না।” তাদেরকে শেখানো ও বোঝানো দরকার বলে মনে করি।

Latest