Skip to content

জেলার চেয়ারম্যান পদ থেকে সরিয়ে ফেলা হল শংকর দলুইকে!

1 min read

নিজস্ব সংবাদদাতা : ঘাটাল রাজনীতিতে আমূল বদল। তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদ থেকে শংকর দলুইকে সরিয়ে ফেলা হল। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হল রাধাকান্ত মাইতিকে। তার আগেই তিনটি সরকারি কমিটি থেকে ইস্তফা দিয়েছিলেন ঘাটালের সাংসদ দেব। এই আবহে শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ক্যামাক স্ট্রিটের অফিসে বৈঠক হয় দেবের। প্রায় ৪৫ মিনিটের সেই বৈঠক ছিল। সেখান থেকে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে দেখা করতে যান দেব। এরপর থেকেই তাঁর রাজনৈতিক সন্ন্যাস নিয়ে জল্পনা বাড়ছিল। লোকসভা নির্বাচনে কি তিনি লড়াই করবেন আদৌ? এই নিয়ে জল্পনার মধ্যেই একটি অডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে দেবের বিরুদ্ধে কমিশন চাওয়ার অভিযোগ ওঠে। (অডিয়োটির সত্যতা যাচাই করেনি বিপ্লবী সংবাদ দর্পন নিউজ এজেন্সী) ওই অডিয়োতে কণ্ঠস্বরটি শংকর দলুইয়ের বলে দাবি করছিলেন অনেকেই। ক্ষমতাচ্যুত হওয়ার পর শংকর দলুই বলেন, 'আমি রাধাকান্তবাবুকে অভিনন্দন জানাচ্ছি। নিশ্চই দল ভালোর জন্য সিদ্ধান্ত নিয়েছে। আমার সঙ্গে দলের কোনও কথা হয়নি। যা ভালো ভেবেছে সেই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। দলের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।

Latest