ঢাকা, জাকির হোসেন: এক বছরেরও বেশি সময় ধরে ভারতে নির্বাসিত। দল নিষিদ্ধ হয়েছে। এবার বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভোটাধিকার বাতিল হলো। বুধবার নির্বাচন কমিশন জানিয়ে দিল—আগামী বছরের ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন না শেখ হাসিনা। নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বলেন, 'যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করা আছে, তারা প্রবাস থেকে ভোট দিতে পারবেন না। শেখ হাসিনার এন আইডি লক করা আছে। সুতরাং, তিনি ভোট দিতে পারবেন না।'
শুধু হাসিনা নন, ছোট বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল—এদেরও এন আইডি লক করে দেওয়া হয়েছে। রেহানার সন্তান টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, হাসিনার প্রাক্তন নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী ও কন্যারও ভোটাধিকার বাতিল। প্রসঙ্গত, ছাত্র জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতন হয়। দেশ ছেড়ে তিনি ভারতে আশ্রয় নেন। তিন দিন পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন নোবেল জয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস। এরপরই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়, শুরু হয় মানবতাবিরোধী অপরাধের বিচার। ইতিমধ্যেই শেখ হাসিনার নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ও লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল তথা সিআইসি। গত ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংকের একটি লকার এবং সর্বশেষ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) অগ্রণী ব্যাংকের দুটি লকারও সিল করা হয়েছে। এনবিআর সূত্রে খবর, হাসিনার নামে থাকা অ্যাকাউন্টে লাখো টাকা ফিক্সড ডিপোজিট পাওয়া গিয়েছে।
বাংলাদেশের আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন না শেখ হাসিনা! ভোটাধিকার বাতিল পরিবারের আরও অনেকের...
