Skip to content

শীঘ্রই বাংলা পাচ্ছে এসি লোকাল ট্রেন!

1 min read

নিজস্ব প্রতিবেদন : শীঘ্রই পূর্ব রেল পেতে চলেছে এসি লোকাল ট্রেন। এই নিয়ে বড় ঘোষণা করেছে রেল বোর্ড। এর আগে রেলের তরফে জানানো হয়েছিল, মাতৃভূমি লোকালে একটি কামরা এসি হবে। তবে তাতে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। এই আবহে এবার গোটা লোকালই হবে এসে।কিছুদিন আগেই পূর্ব রেল ঘোষণা করেছিল, শিয়ালদা-রাণাঘাট মাতৃভূমি লোকালের প্রথম একটি কোচ প্রথম শ্রেণির বাতানুকূল করা হবে। এমনকী এসি কামরায় চড়তে কত ভাড়া দিতে হবে, তাও ঘোষণা করে দিয়েছিল রেল। তবে এরপর শঙ্কা তৈরি হয়, ট্রেনে একটি কামরায় এসি থাকলে অনেক যাত্রী বিনা টিকিটে সেখানে উঠতে পারে। তাতে বেশি ভাড়া দেওয়া যাত্রীরা সমস্যায় পড়তে পারেন। এদিকে এই বিষয়টি ঠেকাতে রেলকে নজরদারি বাড়াতে হতে পারে। এই আবহে এবার সেই পরিকল্পনা বাতিল। এই আবহে এবার গোটা লোকাল ট্রেনই হবে এসি। জানা গিয়েছে ১২ কামরার লোকাল এসি ট্রেন তৈরির জন্য চেন্নাইয়ের ইন্ট্রিগাল কোচ ফ‌্যাক্টরির জিএমকে এই বিষয়ে রেল বোর্ডের জয়েন্ট ডিরেক্টর (ইলেকট্রেক‌্যাল) এবং রেল বোর্ডের কোচিং ডিরেক্টরের সঙ্গে আলোচনা করতে নির্দেশ দিয়েছে রেল বোর্ড।

Latest