Skip to content

৬০ কোটি টাকার প্রতারণা! রাজ কুন্দ্রার মামলায় শিল্পাকে সাড়ে চার ঘণ্টা জেরা...

1 min read

আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এল কুন্দ্রা-শিল্পা দম্পতি....

নিজস্ব সংবাদদাতা : ৬০ কোটি টাকার প্রতারণা মামলায় ফের চাঞ্চল্য বলিউডে। সোমবার দীর্ঘ সাড়ে চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেত্রী শিল্পা শেট্টিকে। সূত্রের খবর, তদন্তকারী সংস্থা মুম্বই পুলিশের ইকনমিক অফেন্সেস উইং তাঁকে একাধিক আর্থিক লেনদেন ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার ব্যবসায়িক কার্যকলাপ সংক্রান্ত নানা প্রশ্ন করেন। এই মামলার সূত্রপাত ২০২৩ সালের ১৪ আগস্ট। ব্যবসায়ী দীপক কোঠারি অভিযোগ করেন, রাজ কুন্দ্রা তাঁর কাছ থেকে বিনিয়োগ ও ঋণের নামে প্রায় ৬০ কোটি টাকা নিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে সেই টাকা আর ফেরত দেননি। তদন্তে রাজ কুন্দ্রা দাবি করেছেন, ওই অর্থের একটি বড় অংশ বলিউড তারকাদের প্রফেশনাল ফি হিসেবে দেওয়া হয়েছিল। রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি দুজনেই এই কোম্পানির ডিরেক্টর ছিলেন। শিল্পার নামও সেই অর্থপ্রবাহে উঠে আসায় তাঁকে তলব করা হয়। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত রাজ কুন্দ্রাসহ পাঁচজনের বয়ান রেকর্ড করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন কোম্পানির নিযুক্ত রেজোলিউশন প্রফেশনাল রাজেন্দ্র ভূতাড়া, যিনি লিকুইডেশন চলাকালীন কোম্পানির দায়িত্বে ছিলেন। প্রয়োজন হলে আগামীতে জিজ্ঞাসাবাদের জন্য শিল্পা ও অন্যান্যদের আবার ডাকা হতে পারে। বলিউড মহলে ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনা ঘিরে। রাজ কুন্দ্রা আগে থেকেই একাধিক বিতর্কিত ব্যবসায় জড়িত থাকার অভিযোগে খবরের শিরোনামে ছিলেন। এবার ৬০ কোটি টাকার এই প্রতারণা মামলায় আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এল কুন্দ্রা-শিল্পা দম্পতি।

Latest