Skip to content

খড়গপুর শহরের ১৫ নম্বর ওয়ার্ডের জয়হিন্দ নগরে দিনেরদুপুরে গুলিবর্ষণ এক তৃণমূল কর্মী!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মঙ্গলবার দুপুর ২.৩০ নাগাদ খড়্গপুরে গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে খড়গপুর টাউন থানার অন্তর্গত মথুরাকাটি ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল পার্টি অফিসের সামনে একটি মোটর বাইকে মুখ ঢাকা অবস্থায় তিন দুষ্কৃতি এসে বি. সন্তোষ কুমার নামে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালায়। তাঁকে লক্ষ্য করে ৪/৫ রাউন্ড গুলি চালায় বলে জানিয়েছেন আহত তৃণমূল কর্মী। একটি গুলি তার কোমরের নিচে লাগে বলে জানা যাচ্ছে। এরপরই স্থানীয় মানুষেরা আহত ঐ তৃণমূল কর্মীকে উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তর করা হয় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী বি. সন্তোষ কুমারকে। ঘটনাস্থলে পৌঁছেছে খড়্গপুর টাউন থানার পুলিশ।এবিষয়ে জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা বলেন, খড়্গপুর শহরে গুলিবিদ্ধের ঘটনায় রাজনৈতিক কোন যোগ নেই। আমাদের দলের কর্মী গুলীবিদ্ধ হয়েছে, তবে এটা দলীয় কোন বিষয় নয়, হতে পারে পারিবারিক বা বন্ধুবান্ধবের মধ্যে কোন গন্ডগোলের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ প্রশাসন বিষয়টির তদন্ত শুরু করেছে।

Latest