নিজস্ব প্রতিবেদন: গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে গত ১৮ জুলাই শ্রাবণ মাস শুরু হয়েছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাস শুরু হয়েছে গত ১৬ জুলাই। সেই অনুযায়ী আজ ২১ জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার। শ্রাবণ মাস মানেই মহাদেবের মাস। কথিত রয়েছে, এই মাসে মহাদেব স্বয়ং মর্ত্যে নেমে আসেন। তাই যাঁরা শিবের আরাধনা করেন, তাঁদের শ্রাবণ মাসে পুজো করলে সব মনোবাসনা পূরণ হয়। পুরাণ মতে, শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল। সেই সময় উঠে আসা বিষ থেকে বিশ্বব্রহ্মাণ্ডকে রক্ষা করতে বিষ পান করেন দেবাদিদেব মহাদেব। সে কারণে শিবের আরেক নাম ‘নীলকণ্ঠ’। তাই শিবভক্তদের কাছে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। । এই মাসে মহাদেবকে প্রসন্ন করার জন্য ভক্তরা শিবলিঙ্গের পুজো ও জলাভিষেক করে থাকেন। শিবলিঙ্গের জলাভিষেক করলে মহাদেব প্রসন্ন হন বলে বিশ্বাস। তবে শুধু উপবাস নয়, শ্রাবণ মাসে বিশেষ কিছু নিয়ম পালন করলেও সুখ সমৃদ্ধি লাভ হয় বলে মনে করা হয়।

শ্রাবণের প্রথম সোমবার: যাঁরা আর্থিক সসম্যায় ভুগছেন, উন্নতি হচ্ছে না এরসঙ্গে সুখ শান্তিও থাকছে না তাঁরা ওইদিনে শিবলিঙ্গে একমুঠো আতপ চাল অর্পন করুন ৷ এর পাশাপাশি ধ্যান দেওয়া প্রয়োজন ওই চাল যেন একটাও ভাঙা না হয় ৷ এটি করলে এই সংক্রন্ত সমস্যা মিটে যাবে ৷
শ্রাবণের দ্বিতীয় সোমবার: যাঁদের খুব তাড়াতাড়ি নজর লেগে যায় এরসঙ্গে গোপন শত্রুতাও খুব বেশি এরজন্য দ্বিতীয় সোমবারে একমুঠো সাদা তিল অর্পন করুন ৷ এতে খুব ভালো উপকার পাওয়া যায় ৷
শ্রাবণের তৃতীয় সোমবার: যাঁরা কর্মক্ষেত্রে বা নিজের কাজ নিয়ে সমস্য়ায় ভুগছেন ও নতুন কোনও কোজ করার আগেই বাধা আসছে তাঁরা শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে একমুঠো মুগের ডাল অর্পণ করুন ৷
শ্রাবণের চতুর্থ সোমবার: যাঁদের বাড়িতে কোনও না কোনও ব্যক্তির শারীরিক সমস্যা প্রতিনিয়ত লেগেই থাকছে, বাধা কোনওভাবেই কাটছে না সুখ শান্তিও একদমই নেই তাঁরা চতুর্থ সোমবার অর্থাঁ শেষ সোমবারে একমুঠো জপ অর্পন করুন ৷ এতে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব ৷