Skip to content

শুক্রবার থেকে শুরু হল ২০২৪ শিক্ষা বর্ষের মাধ্যমিক পরীক্ষা!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা আজ অর্থাৎ শুক্রবার থেকে শুরু হল ২০২৪ শিক্ষা বর্ষের মাধ্যমিক পরীক্ষা। আর মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে পুলিশ প্রসাশন থেকে সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের আধিকারিকরা সকাল থেকেই তৎপর। যাতে মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে কাটে, তার জন্য প্রথম দিন থেকেই সব রকম ব্যবস্থা করা হয়েছে প্রসাশনের তরফে। সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে ভীড় পরীক্ষার্থীদের। নির্দিষ্ট সময়ে পরিক্ষা কেন্দ্রে পৌঁছানোর তাড়া লক্ষ্য করা গেল পরীক্ষার্থীদের মধ্যে।এবার পশ্চিম মেদিনীপুর জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৫১ হাজার ২৬৮। পরীক্ষা কেন্দ্র থাকছে ১২৫ টি বলে জানা গেছে।বিগত কয়েক বছর ধরে পরীক্ষা চলাকালীন প্রশ্ন ফাঁস নিয়ে পর্ষদকে বারে বারে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। তাই প্রশ্নপত্র ফাঁস রুখতে এবার প্রশ্নপত্রে ‘ম্যাজিক নম্বর’ বা ইউনিক আইডির ব্যবহার করছে মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিকের প্রশ্নপত্রের প্রতিটি পাতায় ক্রমিক নম্বরের কোড লুকনো থাকবে। কোনও পরীক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তুললে সেই ছবি দেখে বোঝা যাবে কে ছবিটি তুলেছে। আর তা ধরা পড়লেই ওই পরীক্ষার্থীর পরীক্ষা এই বছরের জন্য পুরোপুরি বাতিল হয়ে যাবে।মেদিনীপুর শহরে বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয় মাধ্যমিক পরীক্ষাথীদের ফুল ,জলের বোতল, পেন, চকলেট, তুলে দিয়ে পরীক্ষার সাফল্য কামনা করেন মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাথী বন্দ্যোপাধ্যায়, উপস্থিত ছিলেন বিদ্যালয়ে পরিচালনা সমিতির সভাপতি আব্দুল ওয়াহেদ, বিশ্বনাথ পাণ্ডব, পুলিশ প্রশাসন সহ অন্যান্য সমাজ কর্মীরা। প্রত্যেক মাধ্যমিক পরীক্ষা দিবে সাফল্য কামনা করে।

Latest