নিজস্ব প্রতিবেদন : অবশেষে সরকারি ভাবে শুরু হচ্ছে অলিম্পিক ২০২৪। বেশ কিছু ইভেন্ট ইতি মধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে উদ্বোধনী অনুষ্ঠান চলছে। সরকারি ভাবে অলিম্পিকের শুরু হল বলা যায়। শ্যেন নদীতে সেনশনাল অনুষ্ঠান। বোটে করে আসছেন বিভিন্ন দেশের অ্যাথলিটরা। উপস্থিত রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ। রয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার প্রধান থমাস বাখ। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হবে স্যেন নদীর বুকে প্রায় চার মাইল জুড়ে ৮৫ খানা বার্জ আর বোটে। সেখানে উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন ২০৬ দেশের প্রায় ৮০০০ ক্রীড়াবিদ। অলিম্পিক্সের ইতিহাসে এই প্রথম স্টেডিয়াম ছেড়ে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে নদীর তীরবর্তী উন্মুক্ত অঞ্চলে।১১৭ জন ভারতীয় ক্রীড়াবিদ ১৬টি খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন এইবছর। এই অপেক্ষাতেই ছিলেন ভারতীয় ক্রীড়াপ্রেমীরা। ভারতীয় সময় অনুযায়ী রাত ১২.১৫ নাগাদ উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের অ্যাথলিটদের দেখা যায়। অলিম্পিকে জোড়া পদকজয়ী পিভি সিন্ধু এবং অভিজ্ঞ টিটি প্লেয়ার শরথ কমলের হাতে দেশের পতাকা। তাঁদের কাঁধে দেশের প্রত্যাশাও। শুধু তাঁরাই নন, এ বারের অলিম্পিকে প্রত্যাশা অনেক অনেক বেশি। অলিম্পিকের ইতিহাসে ভারতের সেরা পারফরম্যান্স ছিল গত বার। টোকিও অলিম্পিকে সাতটি পদক জিতেছিল ভারত। এ বার টার্গেট অন্তত ১০। উদ্বোধনী অনুষ্ঠানে আত্মবিশ্বাসী ভারতীয় অ্যাথলিটরা যেন সেই ভরসাই দিলেন। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পাবেন রাত ১১টা ১তে jio Cinema app এ সম্পূর্ণ বিনামূল্যে।