Skip to content

সিকিম যাওয়ার রুট বদল?

1 min read

নিজস্ব প্রতিবেদন : পুজোর আগে হড়পা বানে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছিল সিকিম। প্রাকৃতিক দুর্যোগে ১০ নম্বর জাতীয় সড়কের একটা বড় অংশ কার্যত ধসে গিয়েছিল। দুর্যোগ কাটিয়ে এবার ক্রমশই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে। ধীরে ধীরে যাতায়াতের জন্য খুলে যাচ্ছে ১০ নম্বর জাতীয় সড়ক। আর কিছুদিনের মধ্যে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে।জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ছোট গাড়ির ক্ষেত্রে ১০ নম্বর জাতীয় সড়ক দিয়ে কালিম্পং, সিকিম যাওয়ার ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা নেই। পর্যটকেরা এই রাস্তা দিয়েই যেতে পারবেন। বাস, ৬ টন পর্যন্ত মালবাহী গাড়ি, ৯ কিলোলিটার ওজন অবধি তেলের ট্যাঙ্কারের যাতায়তের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা নেই।তবে ৬ টনের উপর ও অতিভারী মালবাহী গাড়িগুলির ক্ষেত্রে কিছু রুট দিয়ে দেওয়া হয়েছে। সেই গাড়িগুলিকে মেল্লি ব্রিজ, চিত্রে, আলগারাহ, লাভা ও গরুবাথান রুট হয়ে চলাচল করবে। প্রশাসনের তরফে এই গাড়িগুলি চলাচলের সময়ও বেঁধে দেওয়া হয়েছে। রাত ৯টা থেকে সকাল ৬টা অবধি গাড়িগুলি ওই রুট ধরে চলাচল করতে পারবে।অন্যদিকে এখনও রাস্তা মেরামতির কাজ চলছে। সেই কারণে রাস্তার বিভিন্ন অংশে সিঙ্গল ওয়ে ট্রাফিক চলাচল করছে। লিকুভির, মেল্লি বাজারের কাছে, ভালু খোলা, ৮ মাইল এই জায়গাগুলি দিয়ে একমুখী যান চলাচল করবে বলে জানিয়েছে প্রশাসন।

Latest