Skip to content

লন্ডনে এড শিরানের সঙ্গে মঞ্চে ম্যাজিক্যাল অরিজিৎ!

1 min read

নিজস্ব সংবাদদাতা : যে গানে বুঁদ আট থেকে আশির প্রতিবাদীরা। আর জি কর কাণ্ডের পর থেকেই সোশাল মিডিয়ায় অরিজিৎ সিংয়ের নাম করে ভাইরাল হয় বেশ কিছু পোস্ট। যেখানে গায়ক দাবি করেছিলেন, তিনি পথে নেমে প্রতিবাদ করবেন। কিন্তু গানের ভাষাতেই তিলোত্তমার জন্য ন্যায়বিচার চেয়েছেন তিনি। সেই আবহেই এবার অরিজিৎ সিং জানালেন তিনি লন্ডনে।লন্ডনের স্পেশাল কনসার্টে এড শিরিনের সঙ্গে যুগলবন্দিতে দেখা গেল অরিজিৎকে। গায়ক নিজেই শেয়ার করেছেন সেই অনুষ্ঠানের সব মুহূর্ত। যেখানে দুই গায়ক সুপারস্টারের জমজমাট পারফরমন্সের ঝলক দেখা গেল। অরিজিৎ এড শিরিনের সঙ্গে কনসার্টের নানা রঙিন মুহূর্ত শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, গতকাল রাতের অনুষ্ঠানে এভাবে পাশে থেকে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।” অরিজিৎ সিংয়ের শেয়ার করা পোস্টে মন উজার করে ভালোবাসা জানিয়েছেন অনুরাগীরা।সোমবার অরিজিৎ নিজেই এড শিরানের সঙ্গে সেই অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। জমজমাট সন্ধ্যার ঝলক দেখে সকলেই উঠছেন চমকে। অরিজিৎ লেখেন, ‘#লন্ডন, গতকাল রাতে এভাবে পাশে থেকে এত ভালোবাসা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। ভালোবাসা ও কৃতজ্ঞতা।

Latest

পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালের অভ্যন্তরে  স্বাস্থ্যকর্মীকে ধর্ষণ ও ব্লক এলাকায় পরপর মহিলা,শিশু,ছাত্রী সহ স্বাস্থ্যকর্মীর উপর থ্রেট কালচারের অভিযোগে পাঁশকুড়া ব্লকে ১২ ঘণ্টার বনধ্!