Skip to content

দীপাবলির দিনই চিরবিদায় “ফকির”! মাত্র ৩৫ বছর বয়সে চলে গেলেন গায়ক ঋষভ টন্ডন..

1 min read

নিজস্ব সংবাদদাতা : দীপাবলির আনন্দের দিনেই আবারও শোকের ছায়া নেমে এল সঙ্গীত জগতে। প্রয়াত জনপ্রিয় গায়ক ঋষভ টন্ডন, যিনি সঙ্গীতজগতে “ফকির” নামেই বেশি পরিচিত ছিলেন। মাত্র ৩৫ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। পরিবারের সূত্রে জানা গিয়েছে, দীপাবলির দিন বাবা-মায়ের সঙ্গে দেখা করতে দিল্লি গিয়েছিলেন ঋষভ। হঠাৎই শরীরে অস্বস্তি অনুভব করেন তিনি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পথেই মৃত্যু হয় এই প্রতিভাবান শিল্পীর। “ফকির” নামে পরিচিত ঋষভ টন্ডন একাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছেন শ্রোতাদের। তাঁর গাওয়া ‘ইয়ে আশিকি’, ‘ইশ্‌ক ফকিরা’ এবং ‘চাঁদ তু’ গানগুলি বিশেষ জনপ্রিয়তা পায় ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায়। তাঁর কণ্ঠের গভীরতা ও আবেগে মুগ্ধ ছিলেন কোটি শ্রোতা। ঋষভ টন্ডন সঙ্গীতজগতে নিজের অনন্য কণ্ঠ ও আধুনিক গানের ভঙ্গিতে দ্রুতই জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় তাঁর একাধিক গান ভাইরাল হয়েছিল। অনেকে তাঁকে নতুন প্রজন্মের অন্যতম প্রতিভাবান শিল্পী হিসেবে দেখতেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভক্তদের শোকের জোয়ার। অনেকেই লিখছেন, “ফকির চলে গেলেন, কিন্তু তাঁর সুর চিরকাল বেঁচে থাকবে।” সহশিল্পীরাও শোকবার্তা জানিয়েছেন— “একজন প্রতিভাবান সঙ্গীতশিল্পীকে আমরা হারালাম, যিনি ভবিষ্যতে আরও অনেক বড় কিছু করতে পারতেন।” মাত্র ৩৫ বছর বয়সে এই প্রতিভাবান শিল্পীর প্রয়াণে অপূরণীয় ক্ষতি হলো ভারতীয় সংগীতজগতের।

Latest