পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : অবশেষে সুপ্রিম কোর্টের রায়ে পশ্চিম মেদিনীপুর জেলাশাসক কার্যালয়ের SIR শুনানি কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হলো তৃণমূলের BLA 2 দের। মঙ্গলবার সকালে BLA 2 দের শুনানি কেন্দ্রে ঢুকতে না দেওয়া হলেও, পরবর্তী সময়ে BLA 2 দের ঢুকতে দেওয়া হয় শুনানি কেন্দ্রে। এই দাবি সার্থক হয়েছে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এমনটাই জানিয়েছেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা।

তিনি এদিন শুনানি কেন্দ্রে উপস্থিত থেকে বলেন, সুপ্রিম কোর্টের এই রায় নির্বাচন কমিশনের গালে থাপ্পড়। সুপ্রিম কোর্টের রায়ের ফলে আজ থেকে শুনানি কেন্দ্রে ঢুকতে পারলো BLA-2রা।BLA-2 দের শুনানি কেন্দ্রে ঢুকতে দেওয়ায় অনেক খানি সুবিধে হয়েছে শুনানির ডাক পেয়ে আসা ভোটারদের। এমনটাই জানালেন তৃণমূলের এক BLA 2। তিনি জানান, এই ব্যবস্থা নির্বাচন কমিশনের প্রথম থেকে করা উচিৎ ছিল, তাহলে হয়তো মানুষ হয়রানির শিকার হতো না।