নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় পরিমার্জন (SIR)–এর এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে। ১১ ডিসেম্বর ছিল শেষ দিন, এবং রাজ্যের বুথ লেভেল অফিসাররা (BLO) ইতিমধ্যেই সমস্ত ফর্ম নির্বাচন কমিশনের পোর্টালে আপলোড করেছেন। এবার অপেক্ষা খসড়া ভোটার তালিকা প্রকাশের। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ১৬ ডিসেম্বর প্রকাশ করা হবে খসড়া তালিকা। বহু ভোটারই চিন্তায়—নতুন তালিকায় তাদের নাম আছে কি না। কমিশন জানিয়েছে, অনলাইনে ও অফলাইনে দুইভাবেই ভোটাররা নিজেদের নাম যাচাই করতে পারবেন।
অনলাইনে যাচাইয়ের উপায়
*এর জন্য প্রথমে যেতে হবে নির্বাচন কমিশনের ওয়েবসাইট eci.gov.in- এ।
*এরপরে নিজের নাম ও এপিক নম্বর বসাতে হবে।
*ক্লিক করলেই বেরিয়ে আসবে খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কি না।
*এছাড়া সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in ও ইসিআই নেট অ্যাপ বা জেলা নির্বাচনী আধিকারিক (DEO)-র ওয়েবসাইটে গিয়েও দেখা যাবে যে খসড়া ভোটার তালিকা নাম আছে কি না।
অফলাইনে কীভাবে জানবেন?
যাদের অনলাইনে দেখতে অসুবিধা হচ্ছে, অনলাইনে যদি নাম না খুঁজে পান বা দেখতে সমস্যা হয়, তাহলে চিন্তার কারণ নেই। তারা সরাসরি এলাকার BLO–র কাছে গিয়ে খসড়া তালিকার হার্ড কপি দেখে নিতে পারবেন। এছাড়া রাজনৈতিক দলের প্রতিনিধিরাও (স্বীকৃত আটটি দল ও BLA) সফট ও হার্ড কপি দিয়ে সাহায্য করবেন ভোটারদের।
নাম বাদ গেলে কী করবেন?
যদি কারোর মনে হয় যে ভুলবশত নাম বাদ পড়েছে বা অন্য কোনও অভিযোগ কিংবা দাবি থাকে, তাহলে ১৫ জানুয়ারি পর্যন্ত অভিযোগ জানানো যাবে। যাদের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়বে, তাদের জন্য কমিশন পৃথক তালিকা প্রকাশ করবে। ১৫ জানুয়ারি পর্যন্ত অভিযোগ জানানো যাবে। নাম অন্তর্ভুক্তির জন্য Form 6 ও Annexure 4 পূরণ করতে হবে অনলাইনে। তথ্যে অসঙ্গতি থাকলে বা ২০০২ সালের ডেটার ভিত্তিতে সমস্যা থাকলে সংশ্লিষ্টদের ইআরও–রা হিয়ারিংয়ে ডাকবেন। এই প্রক্রিয়া চলবে ১৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।