Skip to content

দুই প্রবীণ প্যারালাইসিস আক্রান্ত ভোটারকে SIR শুনানির নোটিশ পাঠানোকে ঘিরে চরম ভোগান্তির ছবি উঠে এল পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরে!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরের পালবাড়ি দুই প্রবীণ প্যারালাইসিস আক্রান্ত ভোটারকে SIR শুনানির নোটিশ পাঠানোকে ঘিরে চরম ভোগান্তির ছবি উঠে এল পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরের শুনানি কেন্দ্র থেকে। শেষ পর্যন্ত শুনানি কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের মধ্যেই শুনানি প্রক্রিয়া সম্পন্ন করলেন AERO। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর জেলা শাসক দপ্তরের SIR শুনানি কেন্দ্রে। জানা যায়, মেদিনীপুর পৌরসভার অন্তর্গত ১৮ নম্বর ওয়ার্ডের পালবাড়ি এলাকার বাসিন্দা সেখ মনিরুদ্দিন গত ছয় বছর ধরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী অবস্থায় রয়েছেন। তাঁর নাম ২০০২ সালের ভোটার তালিকা থেকে বাদ পড়ায় তাঁকে SIR শুনানির নোটিশ পাঠানো হয়।একই ওয়ার্ডের আর এক বাসিন্দা আলিমা বিবিও প্যারালাইসিসে আক্রান্ত।

তিনি দীর্ঘ ৩০ বছর ধরে পালবাড়ি এলাকায় বসবাস করছেন। যদিও তাঁর নাম ২০০২ সালের ভোটার তালিকায় রয়েছে, তবে স্বামীর নামের বানানে গরমিল থাকায় তাকেও শুনানির নোটিশ দেওয়া হয়।শুনানির নোটিশ হাতে পেয়ে দুই ভোটারের পরিবারের সদস্যরা বিষয়টি জানান স্থানীয় কাউন্সিলারকে। শুনানি কেন্দ্রে উপস্থিত হওয়ার বাধ্যবাধকতার কারণে কাউন্সিলারের উদ্যোগে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। সেই অ্যাম্বুলেন্সে করেই দুই প্যারালাইসিস আক্রান্ত ভোটারকে নিয়ে পরিবার শুনানি কেন্দ্রে পৌঁছায়।কিন্তু শুনানি কেন্দ্রে পৌঁছানোর পর পরিবারকে জানানো হয়, গুরুতর অসুস্থ ভোটারদের বাড়িতেই গিয়ে শুনানি করার ব্যবস্থা রয়েছে প্রশাসনের।

এমনটাই দাবি করেছেন দুই ভোটারের পরিজনেরা। এই পরিস্থিতিতে পরিবার ও রোগীদের মধ্যে চরম বিভ্রান্তি তৈরি হয়।পরবর্তীতে বিষয়টি গুরুত্ব সহকারে শুনানি কেন্দ্রে উপস্থিত AERO বাইরে বেরিয়ে আসেন। নির্বাচন কমিশনের আধিকারিক ও সংশ্লিষ্ট BLO-কে সঙ্গে নিয়ে তিনি শুনানি কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের মধ্যেই বসে দুই ভোটারের শুনানি প্রক্রিয়া সম্পন্ন করেন।এই ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠছে— গুরুতর অসুস্থ ও প্যারালাইসিস আক্রান্ত ভোটারদের ক্ষেত্রে কেন আগেই হোম হিয়ারিং প্রক্রিয়া নিশ্চিত করা হল না? নাকি প্রশাসনিক গাফিলতিতেই এমন ভোগান্তির শিকার হতে হল দুই প্রবীণ নাগরিককে?

Latest