Skip to content

SIR আবহে নতুন করে আতঙ্ক তৈরি হল পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের পালবাড়ি এলাকার সংখ্যালঘু মানুষদের মধ্যে!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : SIR আবহে নতুন করে আতঙ্ক তৈরি হল মেদিনীপুর শহরের পালবাড়ি এলাকার সংখ্যালঘু মানুষদের মধ্যে। উল্লেখ্য ২৩৬ বিধানসভার ২৪০ নম্বর বুথের প্রায় ১২০০ ভোটারের মধ্যে ২৪৮ জনকে SIR এর নোটিশ ধরিয়েছে নির্বাচন কমিশন । যাদের মধ্যে অনেকেই রয়েছেন ৫০ ঊর্ধ । এর বাইরেও আরও একটি বিষয় নিয়ে তারা আতঙ্কিত কারণ শুনানির নোটিশে প্রত্যেকের ঠিকানা সম্পূর্ণ অন্য। ভোটার কার্ড, আধার কার্ডে তাদের ঠিকানা ১৮ নং ওয়ার্ডের পালবাড়ি থাকলেও শুনানির নোটিশে তাদের ঠিকানা দেওয়া হয়েছে তালপুকুর।

আর তাতেই আতঙ্ক বেড়েছে এলাকার মানুষের মধ্যে। এলাকার প্রত্যেকটি মানুষের চোখে মুখে আতঙ্কের ছাপ। প্রত্যেকেই দীর্ঘ প্রায় কুড়ি বছরেরও বেশি সময় ধরে বসবাস করছেন মেদিনীপুর শহরের ১৭ নম্বর ওয়ার্ডের পালবাড়ী এলাকায়, যা, ২৩৬ বিধানসভা কেন্দ্রের ২৪০ নম্বর বুথ। কিন্তু ওই এলাকার যা ঠিকানা, সেই ঠিকানার পরিবর্তে তালপুকুর নামক একটি জায়গার ঠিকানা দেওয়া হয়েছে SIR সুনানির নোটিশে। ওই এলাকায় এই তালপুকুর নামক কোন জায়গা নেই বলেও জানিয়েছেন নোটিশ প্রাপকরা। বি এল ও নোটিশ দিয়ে গেছেন বাড়ি বাড়ি। আর তারপরেই বিভ্রান্তি চরমে।আর এই বিভ্রান্তির ফায়দা তুলতে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে শাসক দল তৃণমূল।

এলাকায় শাসকদলের নেতা তথা কাউন্সিলার। মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান এলাকায় পৌঁছাতেই তাকে ধরেই সাধারণ মানুষ তাদের আতঙ্কের কথা জানান। তবে প্রত্যেককে আশ্বস্ত করছেন পৌরপ্রধান তথা এলাকার কাউন্সিলার সৌমেন খান। বাড়ি বাড়ি যাচ্ছেন স্থানীয় নেতৃত্বরা। সাধারণ মানুষকে আশ্বস্ত করছেন এই বিভ্রান্তি নিয়ে কিভাবে সমস্যার সমাধান হবে। যোগাযোগ করছেন প্রশাসনের লোকজনের সাথে। অভিযোগ তুলেছেন নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে। যদিও স্থানীয় ভোটারদের একরকম আশ্বস্ত করছেন বিজেপির জেলার সহ-সভাপতি শংকর গুচ্ছাইত। পাল্টা তার অভিযোগ যে সমস্ত ভোটাররা স্থানীয় তৃণমূল নেতাদের কাছে এনুমারেশন ফরম ফিলাপ করে জমা দিয়েছেন সেখানেই হয়তো কোথাও ভুল রয়েছে তাই এ ধরনের সমস্যা তৈরি হয়েছে। SIR এর একটা প্রসেস এই শুনানি, আতঙ্কিত হওয়ার কিছু নেই। যাদের কাছে সমস্ত ডকুমেন্টস রয়েছে, যারা অরিজিনাল ভোটার তাদের ভয়ের কিছু নেই বলেও আশ্বস্ত করেছেন বিজেপি নেতা।

Latest