নিজস্ব সংবাদদাতা : রাজ্যে ও দেশের মোট ১২টি রাজ্যে রাত পোহালেই শুরু হচ্ছে বিশেষ নিবিড় পরিমার্জন (SIR)। মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাচ্ছে এসআইআর। এদিন নির্বাচন কমিশন জানিয়ে দিল, ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাওয়া শুরু করবেন বিএলও-রা। প্রথম দফার এই প্রক্রিয়া চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।কিন্তু কেন ওই সময়ের তালিকাকেই প্রামাণ্য তালিকা হিসেবে বিচার করা হবে? কারণ হিসেবে নির্বাচন কমিশন জানাচ্ছে, এই ধরনের নিবিড় পর্যালোচনা শেষ ২০০২-৩ সালেই হয়েছিল। নির্বাচন কমিশনের মত, ২০০৩ সাল থেকে প্রায় ২০ বছর ধরে এই ভোটার তালিকাটি পুঙ্খানুপুঙ্খভাবে সংশোধন করা হয়নি। তাই ওই তালিকাকে সামনে রেখেই বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া করা হবে ভোটার তালিকায়।কমিশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে— কে কখন বিএলও-কে (BLO) পাবে, চূড়ান্ত তালিকা কখন প্রকাশ হবে ইত্যাদি প্রক্রিয়াগত সময়সীমার বিস্তারিত পরে জানানো হবে। তবে সবচেয়ে উদ্বেগের প্রশ্ন— কোন শর্তে ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে—তার স্পষ্ট নির্দেশিকাই বৃহস্পতিবার কমিশন প্রকাশ করেছে।
কমিশন জানিয়েছে, নিন্মলিখিত ১১টি নথির মধ্যে একটি বা দুটি প্রদান করে একজন ভোটকারী তার নাগরিকত্ব/ঠিকানা প্রমাণ করতে পারবেন — এতে দেড়শত শতাংশ নয়, একটি বা দুটো নথিই যথেষ্ট:
> কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মী হিসেবে থাকা বা পেনশনপ্রাপ্তির শংসাপত্র
> ১ জুলাই ১৯৮৭-এর আগের ব্যাঙ্ক/পোস্ট অফিস/LIC/স্থানীয় প্রশাসনের কোনো নথি
> জন্ম সনদ (Birth Certificate)
> পাসপোর্ট
> শিক্ষাগত যোগ্যতার সনদ (মাধ্যমিক বা তার বেশি)
> রাজ্য সরকারের প্রদত্ত উপযুক্ত বাসস্থানের শংসাপত্র
> অরণ্য অধিকার শংসাপত্র (Forest Rights certificate)
> জাতিগত শংসাপত্র (Caste/Tribe certificate)
> এনআরসি সংক্রান্ত শংসাপত্র
> পারিবারিক রেজিস্টার
> জমির পরচা বা বাড়ির দলিল
১২ নম্বর নথি হিসেবে আছে আধার কার্ড — তবে কমিশন স্পষ্ট করে বলেছে, আধারকে নাগরিকত্ব প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে না, কেবল পরিচয়পত্র হিসেবে মান্যতা দেওয়া হবে। যাঁদের বাবা-মায়ের নাম, অভিভাবকের নাম থাকবে না তালিকায়, তাঁদের দেখাতে হবে নির্দিষ্ট পরিচয়পত্র। তাঁরা প্রথমে জেলাশাসককে জানাতে পারবেন, তারপর তাঁদের প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। তার সঙ্গে তিনটে ফর্ম রয়েছে কমিশনের। ফর্ম ৬, ফর্ম ৭ অথবা ফর্ম ৮ পূরণ করতে হবে তাদের। ফর্ম ৬ তালিকায় নতুন নাম সংযোজনের জন্য, ফর্ম ৭ নাম তালিকা থেকে সরানোর জন্য এবং ফর্ম ৮ ভোটার স্থানান্তকরণ বা কোনও সংশোধনের জন্য।