নিজস্ব সংবাদদাতা : দেশজুড়ে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন।লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৩৯.১৩ শতাংশ।কমিশন জানিয়েছে, সবথেকে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে আর ৫৪.৮০ শতাংশ ভোট পড়েছে ১টা পর্যন্ত। ঝাড়খণ্ডে ৪২.৫৪ শতাংশ, বিহারে ৩৬.৪৮ শতাংশ, হরিয়ানায় ৩৬.৪৮ শতাংশ, জম্মু-কাশ্মীরে ৩৫.২২ শতাংশ, দিল্লিতে ৩৪.৩৭ শতাংশ, ওড়িশায় ৩৫.৬৯ শতাংশ, উত্তর প্রদেশে ৩৭.২৩ শতাংশ ভোট পড়েছে। আর কমিশন সূত্রে খবর, বাংলার আট আসনের মধ্য়ে সবচেয়ে বেশি ভোট পড়েছে বিষ্ণুপুরে দুপুর ১টা পর্যন্ত। এখানে ভোটদানের হার ৫৮.৬৪ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে পুরুলিয়ায় (৫০.৩৪ শতাংশ)। এ ছাড়াও তমলুকে ৫৭.৬৪ শতাংশ, কাঁথিতে ৫১.৬৬ শতাংশ, ঘাটালে ৫৭.৩১ শতাংশ, ঝাড়গ্রামে ৫৬.৯৫ শতাংশ, বাঁকুড়ায় ৫৪.২১ শতাংশ এবং মেদিনীপুরে ৫১.৫৭ শতাংশ।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ভোট দিলেন ঝাড়খণ্ডে। রাঁচির একটি বুথে ভোট দেন তিনি।