Skip to content

বনধের সমর্থনে শ্লোগান,রাস্তাতেই ফুটবল নিয়ে খেলতে দেখা গেলো বাম কর্মী সমর্থকদের!

পশ্চিম মেদিনীপুর, সেখ ওয়ারেশ আলী : কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন গুলির ডাকে শ্রম কোড বাতিল সহ শ্রমজীবী জনতা ও সাধারণ মানুষের বিভিন্ন দাবিকে সামনে রেখে বুধবার দেশজুড়ে সাধারণ ধর্মঘট। ধর্মঘটকে সামনে রেখে সকাল থেকে বিভিন্ন জায়গায় অবরোধ বিক্ষোভ তারই সাথে মেদিনীপুর শহরের কেরানিতলায় পথ অবরোধ করে রাস্তায় ফুটবল খেললো বনধ সমর্থনকারীরা। সকাল থেকেই শহর জুড়ে মিছিল, সভা, পথ অবরোধের মধ্যে দিয়ে বনধ সফল করার আন্দোলন চালিয়ে যাচ্ছেন বনধ সমর্থনকারীরা। তারই মাঝে দেখা গেল এই চিত্র। কেরানিতলায় রাস্তা অবরোধ করে একদিকে চললো বনধের সমর্থনে শ্লোগান তারই সাথে রাস্তাতেই ফুটবল নিয়ে খেলতে দেখা গেলো বাম কর্মী সমর্থকদের।

Latest