Skip to content

বুধবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে দুর্দান্ত শতরান করেন স্মৃতি মন্ধনা!

নিজস্ব সংবাদদাতা :  বুধবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে দুর্দান্ত শতরান করেন স্মৃতি মন্ধনা। সেই সুবাদে তিনি গড়ে ফেলেন একাধিক ব্যক্তিগত নজির। উল্লেখযোগ্য বিষয় হল, মন্ধনা গত রবিবার বেঙ্গালুরুতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচেও সেঞ্চুরি করেন। অর্থাৎ, পরপর ২টি ওয়ান ডে ম্যাচে তিন অঙ্কের গণ্ডি টপকান ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ওপেনার।বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ১২০ বলে ১৩৬ রানের আগ্রাসী ইনিংস খেলে মাঠ ছাড়েন তিনি। মারেন ১৮টি চার ও ২টি ছক্কা। মন্ধনা এদিন ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন ৪৬ বলে। তিনি শতরানের গণ্ডি টপকান ১০৩টি বল খেলে।উল্লেখযোগ্য বিষয় হল, ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে পরপর ২টি ওয়ান ডে ম্যাচে সেঞ্চুরি করার বিরল নজির গড়েন স্মৃতি মন্ধনা।

অর্থাৎ, মন্ধনার আগে ভারতের আর কোনও মহিলা ক্রিকেটার পরপর ২টি ওয়ান ডে ম্যাচে শতরানের গণ্ডি টপকাতে পারেননি। বিশ্বক্রিকেটে যদিও মন্ধনার আগে পরপর ২টি ইনিংসে সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে বেশ কয়েকজনের। অ্যামি স্যাটারওয়েট পরপর ৪টি ইনিংসে সেঞ্চুরি করেছেন। ট্যামি বিউমন্ট ২ বার পরপর ২টি ইনিংসে শতরান করেছেন। এছাড়া পরপর ২টি ইনিংসে সেঞ্চুরি রয়েছে জিল কেনার, ডেবি হকলি, কারেন রোল্টন, মেগ ল্যানিং, অ্যালিসা হিলি, ন্যাট সিভার ব্রান্ট ও লরা উলভার্টের। মন্ধনা সেই এলিট লিস্টে নিজের নাম লিখিয়ে নিলেন।

বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে শতরান করার সুবাদে মিতালি রাজের দুর্দান্ত একটি রেকর্ড ছুঁয়ে ফেলেন স্মৃতি মন্ধনা। মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে সব থেকে বেশি সেঞ্চুরি করা ভারতীয়দের তালিকায় মিতালি রাজের সঙ্গে একাসনে বসে পড়েন মন্ধনা। ওয়ান ডে ক্রিকেটে মন্ধনার এটি ৭ নম্বর শতরান। তিনি ৮৪টি ইনিংসে ব্যাট করে ৭টি শতরান করেন। মিতালি রাজ ২১১টি ইনিংসে ব্যাট করে ৭টি শতরান করেছেন।

উল্লেখযোগ্য বিষয় হল, ভারতের মাটিতে মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে সব থেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংস খেলা ভারতীয় ক্রিকেটারের তকমা আগে থেকেই মন্ধনার দখলে ছিল। তিনি সেই রেকর্ড আরও কিছুটা বাড়িয়ে নেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত ম্যাচে মন্ধনার ১১৭ রান ছিল এদেশে কোনও ভারতীয় মহিলা ক্রিকেটারের সর্বোচ্চ ব্যক্তিগত ওয়ান ডে ইনিংস। মন্ধনার এই ম্যাচের ১৩৬ এবার সেই তালিকার শীর্ষস্থান দখল করে। 

Latest