নিজস্ব সংবাদদাতা : প্রথম ইনিংসে বিশ্বরেকর্ড গড়েছিল ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মেয়েদের টেস্টে প্রথম দিন থেকেই দাপট দেখাচ্ছে ভারত। তৃতীয় দিনেও অন্যথা হল না। বল হাতে দাপট স্নেহ রানার। ৮ উইকেট নিলেন তিনি। মেয়েদের ক্রিকেটে এর আগে ৮ উইকেট নিয়েছিলেন নীতু ডেভিড। তবে তিনি আরও কম রান দিয়ে ৮ উইকেট নিয়েছিলেন। তাই সেরা বোলিংয়ের রেকর্ড রইল তাঁর হাতেই।মহিলাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তোলার নজির গড়েছিলেন হরমনপ্রীত কউররা। শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬০৩ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করেছিল ভারত। জবাবে দ্বিতীয় দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ২৩৬ করেছিল দক্ষিণ আফ্রিকা। তখনই ৩ উইকেট ছিলও রানার।তৃতীয় দিনেও তিনি সম্মোহিত করে রাখলেন প্রোটিয়াদের। তাঁর জালে বন্দি হয়ে ২৬৬ রানে যায় লরা উলভার্টদের প্রথম ইনিংস। ৭৭ রান দিয়ে ৮ উইকেট তুলে নেন রানা। এর আগে মহিলাদের টেস্টে এক ইনিংসে ৮ উইকেট তোলার রেকর্ড ছিলও দুজনের। অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার ও ভারতের নীতু ডেভিডের এক নজির ছিলও। এবার সেই তালিকায় ঢুকে পড়লেন রানাও।