Skip to content

দাসপুরে অসুস্থ মাকে পিটিয়ে মারার অভিযোগে গ্রেফতার ছেলে-বৌমা সহ এক...

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার তিয়োরবেড়িয়া গ্রামে পাইন পাড়ায় অসুস্থ বছর আটষট্টির বৃদ্ধ মাকে পিটিয়ে মারার অভিযোগ উঠলো ছেলে-বৌমা ও তাঁর শাশুড়ির বিরুদ্ধে। পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে অসুস্থ বৃদ্ধা ডলি পাইনকে ছেলে বাবলু পাইন মুখ ঢেকে মারতে মারতে স্ত্রীর কাছে ক্ষমা চাওয়াচ্ছেন। বৌমা পম্পা পাইন মারতে মারতে বলছেন, “মর মর, আমাদের আর ভালো লাগছে না।” স্থানীয় সূত্রে জানাযায় ,ছেলে বাবলু বৃদ্ধা মায়ের চিকিৎসা ঠিকমতো করেন না। বৌমারও বৃদ্ধা মায়ের চিকিৎসার প্রতি তেমন ইচ্ছা ছিলনা। বরং প্রতি মুহূর্তেই মায়ের ওপর চলত অত্যাচার। ছেলে বৌমা মিলে অসুস্থ বৃদ্ধা মাকে নির্মমভাবে লাথি,কিল,চড়,ঝাঁটা দিয়েই চলত মারধর। এমনকি সব কিছু চোখের সামনে দেখেও চুপ থাকত শাশুড়ি অঞ্চলি কোলে। অবশেষে সেই বৃদ্ধা মায়ের মৃত্যু ঘটে কয়েক দিন আগেই। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো প্রকাশ্যে আসে। ধৃতদের খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

Latest